ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিককে আটক করলো রাশিয়া

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩২ অপরাহ্ন

mzamin

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন সাংবাদিককে আটক করেছে রাশিয়া। তিনি মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করেন। ইভান গার্শকোভিচকে আটক করার বিষয়টি বৃহস্পতিবার ঘোষণা করে মস্কো। এর নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। 

আরটির খবরে জানানো হয়েছে, ইউরাল অঞ্চলের একাতেরিনবার্গ শহরে ওই সাংবাদিককে গ্রেপ্তার করে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি। তিনিই সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রথম বিদেশি সাংবাদিক। ৩১ বছর বয়সি গার্শকোভিচ যদিও রাশিয়ায়ই জন্ম নিয়েছিলেন। যদিও ছোট বেলাতেই তার পরিবার রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে চলে যায়। তবে গার্শকোভিচ পুরোপুরি রুশ ভাষায় পারদর্শী৷ 
এর আগে তিনি বার্তা সংস্থা এএফপির হয়ে কাজ করতেন বলে জানা গেছে। তবে গত বছর তিনি ওয়াল স্ট্রিট জার্নালের হয়ে কাজ শুরু করেন। এছাড়া ইংরেজি ভাষার ওয়েবসাইট ‘দ্য মস্কো টাইমসেও’ কাজ করেছেন গার্শকোভিচ৷ আগামী ২৯শে মে তার শুনানি হওয়ার কথা আছে।

বিজ্ঞাপন
এর আগে তাকে আটক থাকতে হবে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন। এ জন্য বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করেন তিনি। এরমধ্যে দিয়ে তিনি রাশিয়ার আইন লঙ্ঘন করেন। যদি তার বিরুদ্ধে অন্য কোনো দেশের হয়ে তথ্য চুরির অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে। 

এদিকে এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। তাদের দাবি, গার্শকোভিচ রাশিয়ার প্রাইভেট মিলিটারি প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপ নিয়ে অনুসন্ধান করছিলেন৷ ইউক্রেন যুদ্ধে এই বাহিনী রাশিয়ার হয়ে লড়ছে৷ তবে রাশিয়ার নিরাপত্তা বাহিনী ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি বলছে, গার্শকোভিচকে ‘হাতেনাতে ধরা' হয়েছে৷ রাশিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, গার্শকোভিচ যে ফাইল নেয়ার চেষ্টা করেছিলেন সেগুলো ‘টপ সিক্রেট' ছিল৷ যদিও নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন এই মার্কিন সাংবাদিক।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status