রকমারি
পরীক্ষায় মেসি সম্পর্কে প্রশ্ন
উত্তর দিতে রাজি নয় নেইমার ভক্ত চতুর্থ শ্রেণীর ছাত্রী
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২৬ মার্চ ২০২৩, রবিবার, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

দক্ষিণ ভারতের রাজ্য কেরালা তার ফুটবল ভক্তদের জন্য পরিচিত। কাতারে ফিফা বিশ্বকাপের সময় রাজ্যটি অনেকবার খবরের শিরোনামে এসেছিলো। নদীতে ভক্তদের রাখা বিশাল কাটআউটই হোক বা ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারের তার ভক্তদের পাঠানো ব্যক্তিগত টুইটই হোক-কেরালা যে ফুটবলঅন্ত প্রাণ তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের কয়েক মাস পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন আরেক ব্রাজিল ভক্ত। এই খুদে ব্রাজিল ভক্তের নাম রিসা ফাতিমা পিভি। বয়স ৯ বছর। থিরুরের পুথুপল্লীর শাস্থ এএলপি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী সে। রিসা ফাতিমার মালায়ালাম পরীক্ষার উত্তরপত্র সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে ভাইরাল হয়েছে। প্রশ্নপত্রে আর্জেন্টিনার ফুটবলার মেসির একটি সংক্ষিপ্ত জীবনী লিখতে বলা হয়েছিলো। প্রশ্নটি ছিল ৪ নম্বরের।
সূত্র : khaleejtimes
পাঠকের মতামত
সাবাশ বেটি।
ধন্যবাদ