ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

প্রমোদতরী গঙ্গা বিলাস পর্যটক নিয়ে সুন্দরবনে

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

(২ বছর আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ১০:৫২ পূর্বাহ্ন

mzamin

ভারতীয় পর্যটকবাহী প্রমোদতরী ‘গঙ্গা বিলাসে’ করে আবারও সুন্দরবনে এসেছেন বিদেশি পর্যটকরা। বুধবার সুন্দরবনের ঢাংমারী স্টেশন থেকে সরকারি রাজস্ব দিয়ে তারা বনের বিভিন্ন পর্যটন স্থানে প্রবেশ করেন। এ যাত্রায় চারজন সুইস এবং দুইজন জার্মান পর্যটক রয়েছেন। এ সময় তাদের সঙ্গে দু’জন সশস্ত্র বনরক্ষী নিয়োজিত থাকবেন বলেও খুলনা বনাঞ্চলের বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার দো নিশ্চিত করেছেন।

মিহির কুমার দো বলেন, প্রথমে বিদেশি এই ছয় পর্যটক বুধবার সুন্দরবনের ঢাংমারী স্টেশন থেকে সুন্দরবন ভ্রমণের জন্য তাদের সরকারি রাজস্ব ফি জমা দিবেন। সেখান থেকে ওইদিন তারা বনের হারবাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্রে যাবেন। এরপর বৃহস্পতিবার প্রমোদতরী গঙ্গা বিলাসে করে তারা যাবেন সুন্দরবনের কটকা ও কচিখালী এলাকায়। সেখানে ভ্রমণ করে পরদিন ২৪শে মার্চ তারা জামতলা সিবিচ ঘুরে দেখে রাতেই আবার ওই প্রমোদতরীতে উঠবেন। এদিন পশুর নদী পাড়ি দিয়ে পর্যটকবাহী বিলাসবহুল এই প্রমোদতরী ২৫ মার্চ বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ভ্রমণ শেষে ওইদিনই আবার নদী পথে খুলনার আংটিহারা এলাকায় ইমিগ্রেশন করতে যাবেন। ২৬শে মার্চ ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবেন।

উল্লেখ্য, গত ৩রা ফেব্রুয়ারি দুপুরে চারজন সুইস, দুইজন জার্মান ও একজন অস্ট্রেলিয়ানসহ ২৮ জন পর্যটক নিয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী দিয়ে সুন্দরবনের নৌ সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে ভারতের প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। পরদিন ৪ঠা ফেব্রুয়ারি পর্যটকবাহী বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজটি মোংলা বন্দরের জেটিতে আসলে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মীর এরশাদ আলী অভ্যর্থনা জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, ছয় পর্যটক ছাড়া বাকি পর্যটকরা গত ১৯ মার্চ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করেন বলে জানায় বন বিভাগের কর্মকর্তা।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ/ ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status