খেলা
‘থ্রি স্টার’ জার্সি পরে অনুশীলনে মেসিরা
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ২:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন

কাতারে রূপকথা রচনা করে আর্জেন্টিনা ফুটবল দল। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। তৃতীয় শিরোপা জেতায় লিওনেল মেসিদের জার্সিতে যোগ হয়েছে আরেকটি তারকা। বিশ্বকাপের ফাইনালেই তিন তারকা সম্বলিত জার্সি গায়ে শিরোপা উদ্যাপন করেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। বিশ্বকাপের পর প্রথমবারের মতো থ্রি স্টার জার্সি পরে অনুশীলনে নামলো লিওনেল স্কালোনির দল।
ক্লাবের ব্যস্ততার ফাঁকে আন্তর্জাতিক বিরতি পেয়েছেন ইউরোপিয়ান ফুটবলের তারকারা। ইন্টারন্যাশনাল ব্রেকে দেশে ফিরেছেন আর্জেন্টিনার ফুটবলাররাও। বিশ্বকাপের পর প্রথমবারের মতো মেসি-ডি মারিয়াদের দেশে ফেরার খবর প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘মেজরটিম (আর্জেন্টিনা জাতীয় দলের ছদ্মনাম) তোমাদের বাড়িতে স্বাগতম।’
চলতি মাসেই দু’টি প্রীতি ম্যাচ খেলবেন মেসি-ডি মারিয়ারা। সেই দুই ফ্রেন্ডলি ম্যাচের জন্য তিন তারকার জার্সি পড়ে অনুশীলনে নামেন মেসি, ডি মারিয়া, ডি পল, দিবালারা।
ঘরের মাঠে বিশ্বকাপ জয় উদ্যাপন করতে চলতি মাসে প্রীতি ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা। বছরের শুরুতে এই ঘোষণা দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে তখনও প্রতিপক্ষ নির্দিষ্ট ছিল না।
এল মনুমেন্তাল স্টেডিয়াম আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অবস্থিত। আর মাদ্রে দে সিউদাদেস আর্জেন্টিনার একটি প্রদেশ সান্তিয়াগো দেল এস্তোরোরে অবস্থিত। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সমর্থকদের সামনে বিশ্বকাপ জয় উদ্যাপন করতেই ম্যাচ দুটি আয়োজন করছে এএফএ।’