ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘থ্রি স্টার’ জার্সি পরে অনুশীলনে মেসিরা

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ২:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন

mzamin

কাতারে রূপকথা রচনা করে আর্জেন্টিনা ফুটবল দল। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। তৃতীয় শিরোপা জেতায় লিওনেল মেসিদের জার্সিতে যোগ হয়েছে আরেকটি তারকা। বিশ্বকাপের ফাইনালেই তিন তারকা সম্বলিত জার্সি গায়ে শিরোপা উদ্যাপন করেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। বিশ্বকাপের পর প্রথমবারের মতো থ্রি স্টার জার্সি পরে অনুশীলনে নামলো লিওনেল স্কালোনির দল।

ক্লাবের ব্যস্ততার ফাঁকে আন্তর্জাতিক বিরতি পেয়েছেন ইউরোপিয়ান ফুটবলের তারকারা। ইন্টারন্যাশনাল ব্রেকে দেশে ফিরেছেন আর্জেন্টিনার ফুটবলাররাও। বিশ্বকাপের পর প্রথমবারের মতো মেসি-ডি মারিয়াদের দেশে ফেরার খবর প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘মেজরটিম (আর্জেন্টিনা জাতীয় দলের ছদ্মনাম) তোমাদের বাড়িতে স্বাগতম।’

চলতি মাসেই দু’টি প্রীতি ম্যাচ খেলবেন মেসি-ডি মারিয়ারা। সেই দুই ফ্রেন্ডলি ম্যাচের জন্য তিন তারকার জার্সি পড়ে অনুশীলনে নামেন মেসি, ডি মারিয়া, ডি পল, দিবালারা।

ঘরের মাঠে বিশ্বকাপ জয় উদ্যাপন করতে চলতি মাসে প্রীতি ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা। বছরের শুরুতে এই ঘোষণা দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে তখনও প্রতিপক্ষ নির্দিষ্ট ছিল না।

বিজ্ঞাপন
চলতি মাসের শুরুতে আর্জেন্টাইন ফুটবলের বিবৃতিতে দুই প্রতিপক্ষের নাম এবং সময়সূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘লিওনেল স্কালোনির দল আগামী ২৩শে মার্চ এল মনুমেন্তাল স্টেডিয়ামের পানামার বিপক্ষে মাঠে নামবে। আর ২৮শে মার্চ মাদ্রে দে সিউদাদেস স্টেডিয়ামে তারা খেলবে কিরাসাওয়ের বিপক্ষে।’

এল মনুমেন্তাল স্টেডিয়াম আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অবস্থিত। আর মাদ্রে দে সিউদাদেস আর্জেন্টিনার একটি প্রদেশ সান্তিয়াগো দেল এস্তোরোরে অবস্থিত। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সমর্থকদের সামনে বিশ্বকাপ জয় উদ্যাপন করতেই ম্যাচ দুটি আয়োজন করছে এএফএ।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status