ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

কখন খেলবেন, কয়টা বাজে খেলবেন: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার

নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, রোজার মাস একটু সংযম করি। রোজা আর ঈদ যাক। যারা আমাদের কথায় কথায় থ্রেট করছেন বারোটা বাজাবেন, চব্বিশটা বাজাবেন ঈদের পর নারায়ণগঞ্জের বাড়িতেই চলে আসবো। কখন খেলবেন, কয়টা বাজে খেলবেন। নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আপনাদের বিরুদ্ধে অশুভ শক্তির বিরুদ্ধে খেলবো। খেলা হবে। যুবসমাজ-ছাত্রসমাজ প্রস্তুত আছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন। বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, কয়েকদিন আগে তিনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন ‘আমরা কাউকে ভয় পাই না। আবার বলতাছেন রক্তচক্ষু দেখাবেন না।

বিজ্ঞাপন
ওনি নারায়ণগঞ্জে অনেক কিছু করিয়েছেন। আমাদের সুন্দর আলী ভাইকে মারিয়েছেন, নজরুল ইসলাম সুইট, জাফর, মাসদাইরের সেলিমকে মারিয়েছেন। আমাদের ১০ থেকে ১২ জনকে তিনি হত্যা করিয়েছেন। আমাদের বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের ছোট ভাই সাব্বিরকে নিষিদ্ধপল্লীর ছেলেদের দিয়ে হত্যা করিয়েছিলেন। তিনি সেই লোক।

 তিনি মিশনপাড়ার বিএনপি নেতা ডেভিডকে হত্যা করিয়েছিলেন। কারণ ডেভিড তার কন্ট্রোলে ছিল না। সে ছিল অন্য গ্রুপের। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে বিএনপির অনেক নেতা ছিলেন। আমাদের উপর বিএনপির অনেকে অত্যাচার করেছেন। আমরা কিন্তু প্রতিশোধ নেইনি। ওনি সেদিন বলছেন আওয়ামী লীগের একটি ভালো গ্রুপ নাকি চায় শেখ হাসিনার সরকার আর যেন ভবিষ্যতে ক্ষমতায় না আসে। আমার মনে হয় ওনি ফ্যাসাদ সৃষ্টি করতে চান। ফ্যাসাদ সৃষ্টি হলো খুনের চেয়ে বেশি অপরাধ। আমি সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি এ ভদ্রলোক সত্যিকারের কাপুরুষ না হয় তাহলে তার জবাব দেয়া উচিত আওয়ামী লীগের কোন্‌ গ্রুপের সদস্যরা চায় না আওয়ামী লীগ ক্ষমতায় না আসুক সেটা প্রকাশ করুক। 

গিয়াসউদ্দিন সাহেব আমার বড় ভাই। আমার মামা শ্বশুর হন সম্পর্কে। ১০ বছর কোনো খবর ছিল না। এখন মাঠে নেমেই উচ্ছৃঙ্খল স্লোগান দিচ্ছেন। জাতির জনক ও তার কন্যাকে নিয়ে খারাপ গালি দিচ্ছেন। শামীম ওসমান বলেন, অনেকের খারাপ লাগে প্রধানমন্ত্রী আমাদের পরিবারের কথা বললে। তারা বলেন ওসমানীয় সাম্রাজ্য। আরে ভাই আমরা মানুষের জায়গা দখল করে দেবোত্তর সম্পত্তি দখল করে সাম্রাজ্য করিনি। মানুষের ভালোবাসা দিয়ে করেছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, তোলারাম কলেজে আসলে রক্ত একটু গরম হয়ে যায়। এক তোলারাম কলেজ দিয়ে সামরিক শাসনকে কাঁপিয়ে দিয়েছি। ৭ জন মিলে জিয়াউর রহমানের গাড়ি আটকে দিয়েছি। সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status