ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

২০২৩ সালে বিশ্বের সেরা বিমানবন্দর

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ২:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন

mzamin

সবুজে ঘেরা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর স্কাইট্র্যাক্সের বার্ষিক র্যাঙ্কিংয়ে আবারো বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব জিতে নিয়েছে। স্কাইট্র্যাক্স, একটি যুক্তরাজ্য-ভিত্তিক এয়ারলাইন এবং বিমানবন্দর পর্যালোচনাকারী সাইট। সারা বিশ্ব থেকে ভ্রমণকারীদের ওপর সমীক্ষা চালিয়ে, বিমানবন্দরে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জেনে তারা রেটিং দেয়। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর গত আট বছর ধরে স্কাইট্র্যাক্সের তালিকায় শীর্ষে ছিলো। কিন্তু ২০২১ এবং ২০২২ সালে মহামারী চলাকালীন যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় তারা সেরার তালিকায় কয়েক দাগ নিচে নেমে আসে, শীর্ষ স্থান দখল করে নেয় কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। স্কাইট্র্যাক্সের পিটার মিলার সিএনএন ট্রাভেলকে বলেছেন-সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর সর্বদাই ভ্রমণকারীদের কাছে প্রিয় ছিল। কিন্তু কোভিড-১৯ এর সময় যখন বিমানমবন্দরের অপারেশনগুলি মারাত্মকভাবে হ্রাস করা হয় তখন এটি শীর্ষস্থান থেকে পিছলে গিয়েছিল। মিলার বলেছেন 'চাঙ্গি বিমানবন্দর ভ্রমণকারীদের জন্য নিত্যনতুন জিনিস অফার করে এবং সেটাই তাদের জনপ্রিয়তার মূল চাবিকাঠি "। চাঙ্গির মূল আকর্ষণ হলো - একটি ৪০ মিটার-লম্বা জলপ্রপাত যা বিমানবন্দরের অন্দরে অবস্থিত, একটি প্রজাপতি সমৃদ্ধ বাগান এবং একটি IMAX সিনেমা হল, ২৮০টির বেশি ডাইনিং আউটলেট, সময় সময় কাটানোর জন্য মনোরম পরিবেশ। সিঙ্গাপুর চাঙ্গি প্রাথমিকভাবে একটি ট্রানজিট বিমানবন্দর।

বিজ্ঞাপন
যা সবসময়েই তার ভালো পারফর্মেন্সের জন্য মানুষের মন জয় করে নেয়। 

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যা এই বছর স্কাইট্র্যাক্সের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। এটি ভ্রমণকারীদের জন্য নানা সুযোগ-সুবিধা অফার করে। যার মধ্যে উল্লেখযোগ্য সিটি ট্যুর। যাদের তাদের সংযোগকারী ফ্লাইটের জন্য আট ঘণ্টার বেশি সময় বিমানবন্দরে কাটাতে হয় তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা। এই বছর, স্কাইট্র্যাক্সের ২০২৩ শীর্ষ পাঁচ তালিকায় জায়গা করে নিয়েছে- টোকিওর আন্তর্জাতিক বিমানবন্দর যা হানেদা নামে পরিচিত। এটি তালিকায় তিন নম্বরে আছে, ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর আছে চার নম্বরে এবং প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দর আছে তালিকার পাঁচ নম্বর।

এয়ারপোর্ট ডাইনিং থেকে এয়ারপোর্ট আর্ট  
স্কাইট্র্যাক্স সেরা বিমান বন্দরের পাশাপাশি অন্যান্য পুরষ্কারও প্রদান করে, যেমন এশিয়ার চাঙ্গি বিমানবন্দর সেরা বিমানবন্দরের খেতাব দখল করার পাশাপাশি ডাইনিং এবং অবসর সময় কাটানোর জন্য গ্রাহকদের উপযুক্ত পরিবেশ প্রদান করে সেরার স্থান দখল করে নিয়েছে। চাঙ্গির অন-সাইট হোটেল, বিলাসবহুল ক্রাউন প্লাজা টানা অষ্টম বছর বিশ্বের সেরা বিমানবন্দর হোটেলের মুকুট পেয়েছে। এদিকে, দ্বিতীয় স্থানে থাকা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি  ভ্রমণকারীদের কেনাকাটার সুযোগ দিয়ে মন জিতে নিয়েছে, মধ্যপ্রাচ্যের সেরা বিমানবন্দর এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে পরিচ্ছন্ন বিমানবন্দরের খেতাবও জিতেছে হামাদ। ব্যাগেজ ডেলিভারিতে সেরা হয়েছে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর, ইনচিওন বিমানবন্দর দৃশ্যত সেরা কর্মী এবং অভিবাসন প্রক্রিয়াকরণের জন্য সেরা হয়েছে। এরই মধ্যে একসময় বিধ্বস্ত নিউইয়র্ক লাগার্ডিয়া বিমানবন্দর তার নতুন টার্মিনাল বি উদ্বোধন করে বিশ্বের সেরা নতুন বিমানবন্দর টার্মিনালের পুরস্কার জিতেছে। সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর হল মার্কিন বিমানবন্দর হিসেবে সর্বোচ্চ রেটিং পেয়েছে, স্কাইট্র্যাক্সের তালিকায় এটি আঠারো নম্বরে রয়েছে। পাশাপাশি  উত্তর আমেরিকার সেরা বিমানবন্দরে ভূষিত হয়েছে এটি। কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দর আফ্রিকার সেরা বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দর এবং বোগোটার এল ডোরাডো আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ আমেরিকার সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে। এই বছর, স্কাইট্র্যাক্স দলটি একটি নতুন বিভাগ চালু করেছে সেটি হলো 'বিমানবন্দরের  শিল্পকলা''। গ্রাহক সমীক্ষার পরিবর্তে একটি পৃথক প্যানেল দ্বারা এটি বিচার করা হয়েছে। টেক্সাসের হিউস্টন এয়ারপোর্ট এই খেতাব জিতেছে।

Skytrax এর বিচারে ২০২৩ সালের জন্য বিশ্বের শীর্ষ ২০ বিমানবন্দর

১. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর

২. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর

৩. টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা)

৪. ইঞ্চিওন আন্তর্জাতিক বিমানবন্দর

৫. প্যারিস চার্লস ডি গল বিমানবন্দর

৬. ইস্তাম্বুল বিমানবন্দর

৭. মিউনিখ বিমানবন্দর

৮. জুরিখ বিমানবন্দর

৯. নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর

১০. মাদ্রিদ-বরাজাস বিমানবন্দর

১১. ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর

১২. হেলসিঙ্কি-ভান্তা বিমানবন্দর

১৩. রোম ফিউমিসিনো বিমানবন্দর

১৪. কোপেনহেগেন বিমানবন্দর

১৫. কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর

১৬. চুবু সেন্ট্রায়ার আন্তর্জাতিক বিমানবন্দর

১৭. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

১৮. সিয়াটেল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর

১৯. মেলবোর্ন বিমানবন্দর

২০. ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর

সূত্র : সিএনএন
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status