রাজনীতি
বনানী থেকে বিএনপির ৫৫ নেতাকর্মী আটক
অনলাইন ডেস্ক
(২ মাস আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন

রাজধানীর বনানী থেকে বিএনপির ৫৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত একটার দিকে বনানী থানা পুলিশ, ও ডিবি পুলিশ তাদের আটক করে। মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বনানী ক্লাবে বৈঠক করছিলেন। সেখান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।
জানা গেছে, আটককৃতদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগরের বিএনপি নেতা মমিন আলী ও আব্দুল কুদ্দুস ধীরন সহ ৫৫ জন রয়েছেন । দলীয় কার্যক্রম বেগবান করতে মমিন আলী মুন্সিগঞ্জ-১ আসনের ১৪ ইউনিয়নের স্থানীয় সকল প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভাসহ নৈশভোজের আয়োজন করেছিলেন। ওই সময় তাদের আটক করা হয়।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
