ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

বিশ্বজমিন

রাশিয়া থেকে দূরত্ব বজায় রেখে কৃষ্ণ সাগরে আবারও মার্কিন ড্রোন!

মানবজমিন ডেস্ক

(৩ দিন আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১২:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৫ পূর্বাহ্ন

mzamin

গত সপ্তাহের ড্রোনকাণ্ড নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে তখন কৃষ্ণ সাগরে আবারও একটি ড্রোন পাঠালো যুক্তরাষ্ট্র। যদিও এবার রাশিয়া থেকে দূরত্ব বজায় রেখেছে ড্রোনটি। এবারের পাঠানো ড্রোনটি গ্লোবাল হক মডেলের। এর আগে গত সপ্তাহে যে ড্রোনটি রাশিয়া ধ্বংস করেছে সেটি ছিল এমকিউ-৯ রিপার মডেলের।

আরটি জানিয়েছে, কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের ফ্লাইট আবার চালু করেছে যুক্তরাষ্ট্র। এটি যদিও দেশটির তরফে আগে থেকেই বলা হচ্ছিল। এমকিউ-৯ রিপার ড্রোনটি যেখানে বিধ্বস্ত হয়েছিল তার থেকে প্রায় ১০০ কিলোমিটার দূর দিয়ে উড়ে যায় এটি। ফ্লাইট ট্র্যাকিং সাইট বলছে যে, আরকিউ-ফোর গ্লোবাল হক ড্রোন দক্ষিণ এবং পূর্বে যাওয়ার আগে রোমানিয়ার আকাশ সীমায় চক্কর দেয়। ড্রোনটি কৃষ্ণ সাগরের পূর্ব অংশে কয়েকবার পাক দিয়েছে। তবে কখনোই ক্রাইমিয়া ভূখণ্ডের ১০০ কিলোমিটারের কাছে যায়নি।

কৃষ্ণ সাগরের অংশে এই ড্রোনের মিশন স্থায়ী হয় মাত্র দুই ঘন্টা। এর আগে সেখানে সাধারণত ১২ ঘন্টা ওড়াউড়ি করতো।

বিজ্ঞাপন
পরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে গ্লোবাল হক-ফোর ড্রোনের মিশন পরিচালনার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, গত মঙ্গলবার ড্রোন বিধ্বস্তের ঘটনার পর এই প্রথম এ ধরনের ফ্লাইট পরিচালনা করা হলো। তবে, এর আগে পেন্টাগন বলেছিল যে, রাশিয়ার নৌ বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের জন্য কৃষ্ণসাগরে আবারো ড্রোন পাঠানো হয়েছে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status