খেলা
এশিয়া কাপ আরচারির ফাইনালে হাকিম-দিয়া
স্পোর্টস রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচারি টুর্নামেন্ট স্টেজ ওয়ানে পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে উঠেছেন হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকী। চায়নিজ তাইপেতে গতকাল টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হারায় অস্ট্রেলিয়াকে। এরই সঙ্গে অন্তত রুপার পদকও নিশ্চিত হলো লাল-সবুজ দলের। তিন সেটের ম্যাচের প্রথমটিতে ৩৭-৩৫ পয়েন্টে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। পরের সেটটি ৩৮-৩৮ পয়েন্টে ড্র হয়। শেষ সেটে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জিতে ফাইনাল নিশ্চিত করে। এর আগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারায় মালয়েশিয়াকে। আগামীকাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। মিশ্র দলগত ইভেন্টে ভালো করলেও এককে সুবিধা করতে পারেননি বাংলাদেশের আরচাররা। রিকার্ভের ছেলেদের এককের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্স স্মিথের কাছে হেরেছেন সাগর ইসলাম। তিনি হেরেছেন ২-৬ সেট পয়েন্টে। রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ম্যাকাওয়ের তাম চি চংয়ের বিপক্ষে। তিনি জিতেছেন ৬-২ সেট পয়েন্টে। অবশ্য দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার জাই ক্রাউলির কাছে ৪-৬ সেট পয়েন্টে হেরে বিদায় নেন। তবে মিশ্র দ্বৈত ইভেন্টের মতো হাকিম আহমেদ উজ্জ্বল রিকার্ভের একক ইভেন্টেও। তিনি দ্বিতীয় রাউন্ডে হারিয়ে দেন থাইল্যান্ডের উইথায়া থামওংকে ৬-২ সেট পয়েন্টে। প্রি-কোয়ার্টার ফাইনালে হাকিমের প্রতিপক্ষ চায়নিজ তাইপের হুয়াং লি চেং। ছেলেদের কম্পাউন্ড একক ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে হারিয়ে দেন কাজাখস্তানের মির্জামেতভ বুনউদকে। প্রথমে ১৪৬-১৪৬ পয়েন্টে ম্যাচটি ড্র হয়। এরপর টাইব্রেকারে আশিকুজ্জামান ১০-৯ পয়েন্টে হারান বুনউদকে। প্রি-কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ফিলিপাইনের ডে লা ক্রজ পল মার্টন। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিচ্ছে ৭টিতে। সেগুলো হচ্ছে- রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত।