খেলা
ফ্রান্স দলে ৩ নতুন মুখ
স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩, শনিবার
আনকোরা তিন ফুটবলারকে নিয়ে দল ঘোষণা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৩ সদস্যের দল দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। দলে তিন নতুন মুখ ইংলিশ ক্লাব চেলসির ২২ বছর বয়সী সেন্টার-ব্যাক ভেসলে ফোফানা, নিসের মিডফিল্ডার কিফহেন থুরাম ও লঁসের গোলরক্ষক ব্রিস সাম্বা।
কিফহেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের পুত্র। কিফহেনের ভাই মার্কাস থুরামও আছেন দলে। কাতার বিশ্বকাপে খেলেছেন মার্কাস থুরাম । বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। বৈশ্বিক আসরের পর এই প্রথম দল ঘোষণা করলেন দেশম। দেশের রেকর্ড গোলদাতা অলিভিয়ে জিরুকেও দলে রেখেছেন ফরাসি কোচ। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস।
আগামী ২৪শে মার্চ ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো বাছাই শুরু করবে ফ্রান্স। এরপর ২৭শে মার্চ তারা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে অ্যাওয়ে ম্যাচ।