খেলা
আর্জেন্টিনা-পানামা ম্যাচের টিকিটের জন্য সাড়ে ১৫ লাখ আবেদন
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন

নিজেদের মাঠে আগামী ২৩শে মার্চ পানামার মুখোমুখি হবে বিশ্বজয়ী আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার এটিই প্রথম ম্যাচ। আর এ ম্যাচের টিকিটের জন্য চলছে হাহাকার। অনলাইনে টিকিট কিনতে চেয়েছেন ১৫ লাখ ৫০ হাজার মানুষ। আর ম্যাচটি কাভার করতে অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছেন ১ লাখ ৩১ হাজার সাংবাদিক। যে মাঠে খেলা হবে, বুয়েন্স আয়ার্সের সেই মনুমেন্টাল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৮৩ হাজার। রয়টার্সের খবরে বলা হয়, বিশ্বকাপজয়ী লিওনেল মেসিদের প্রথম ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে আর্জেন্টাইন মুদ্রায় ১২ হাজার পেসো (প্রায় সাড়ে ৬ হাজার টাকা), সর্বোচ্চ ৪৯ হাজার পেসো (প্রায় ২৬ হাজার টাকা)। আর্জেন্টিনায় মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেও এমন চড়া দামে টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। অনলাইনে টিকিট কাটার সারিতে অপেক্ষমাণ ছিলেন ১৫ লাখ ৫০ হাজার মানুষ।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া জানিয়েছেন, আর্জেন্টিনা-পানামা ম্যাচটি কাভার করতে সংবাদমাধ্যমের আগ্রহও স্মরণকালের সর্বোচ্চ। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘পানামা ম্যাচের জন্য ১ লাখ ৩১ হাজার ৫৩৭ জন সাংবাদিক অ্যাক্রেডিটেশনের অনুরোধ করেছেন, যা সাংবাদিক-চাহিদার দিক থেকে ইতিহাসের সর্বোচ্চ। সবার প্রত্যাশা পূরণ করতে পারলে আমরা খুশি হতাম। তবে এ জন্য আমাদের দুটি স্টেডিয়াম লাগবে।’ পানামার পর ২৮শে মার্চ আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কুরাসাওয়ের বিপক্ষে সেই ম্যাচ হবে আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এসতেরোর ইউনিকো মাদ্রে দি সিউদাদেস স্টেডিয়ামে, যেটির ধারণক্ষমতা ৩০ হাজার। বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে গত ডিসেম্বরে কাতারে শিরোপা জেতে আর্জেন্টিনা।