ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

লিভারপুলকে বিদায় করে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৩, শুক্রবার

কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে ন্যূনতম ৪-০ গোলের জয় দরকার ছিল লিভারপুলের। সান্তিয়াগো বার্নাব্যুতে কঠিন এই পরীক্ষায় ব্যর্থ হয় অলরেডরা। সফরকারীদের পরাস্ত করে রিয়াল মাদ্রিদ। বুধবার চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লিভারপুলকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানের অগ্রগামিতায় শেষ আটে পৌঁছে লস ব্লাঙ্কোরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত প্রথম লেগে ৫-২ গোলের জয় পেয়েছিল রিয়াল। চ্যাম্পিয়নস লীগের সফলতম দল রিয়াল মাদ্রিদ বুধবার রাতে লিভারপুলের বিপক্ষে নিজেদের তিনশতম ম্যাচ খেলে। আর দলকে জিতিয়ে উপলক্ষ রাঙান রিয়ালের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। দুই দল অসংখ্য সুযোগ নষ্ট করার পর ম্যাচের ৭৮তম মিনিটে ব্যবধান গড়ে দেন তিনি। মাঝমাঠ থেকে এদুয়ার্দো কামাভিঙ্গার বাড়ানো বল ভার্জিল ভ্যান ডাইকের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণে নিতে পারেননি বেনজেমা।

বিজ্ঞাপন
ছুটে গিয়ে বলে ঠিক মতো পা ছোঁয়াতে পারেননি ভিনিসিউস জুনিয়রও। তবে ভারসাম্য হারিয়েও কোনোমতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন বেনজেমাকে। আর বাকি কাজটা সহজেই সারেন ফরাসি ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লীগে টানা তিন আসরে রিয়াল মাদ্রিদের কাছে হারলো লিভারপুল। ২০২০-২১ মৌসুমে রিয়াল পরীক্ষায় ব্যর্থ হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় অলরেডরা। ২০২১-২২ মৌসুমের ফাইনালে মাদ্রিদিস্তাদের কাছে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ লিভারপুলের। আর এবার রিয়ালের কাছে হেরেই শেষ ষোলোয় থামলো অলরেডদের চ্যাম্পিয়নস লীগ যাত্রা। ইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি আসরে একই প্রতিপক্ষের কাছে হেরে বিদায়ের স্বাদ পেলো লিভারপুল। প্রথম দলটি হলো অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০১৩-১৪ থেকে ২০১৬-১৭ মৌসুম পর্যন্ত টানা চারবার রিয়াল মাদ্রিদের কাছে হেরেই চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নিয়েছিল অ্যাটলেটিকো। দুই লেগ মিলিয়ে লিভারপুলের ৬-২ ব্যবধানের হারটি চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বে তাদের সবচেয়ে বড় পরাজয়। এ নিয়ে ১৯ বার চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব দেখালো রিয়াল মাদ্রিদ। যা প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ বার শেষ আটে পৌঁছার নজির। সর্বোচ্চ ২১ বার ইউসিএলের কোয়ার্টারের টিকিট পাওয়ার কীর্তি রয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। এই তালিকায় তৃতীয় বার্সেলোনা। চলতি আসরসহ টানা দুইবার ইউরোপা লীগে অবনমন হওয়া স্প্যানিশ লা লিগার ক্লাবটি ১৮ বার চ্যাম্পিয়নস লীগের শেষ আটে পৌঁছেছে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status