দেশ বিদেশ
রমজানে এক টাকা লিটার দুধ বিক্রি করবেন এরশাদ উদ্দিন
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৭ মার্চ ২০২৩, শুক্রবার
দুর্মূল্যের বাজারে এবারের রমজানে সাধারণ মানুষের কথা চিন্তা করে এক টাকা লিটার দুধ বিক্রি করবেন কিশোরগঞ্জের ব্যবসায়ী আলহাজ মো. এরশাদ উদ্দিন। জেলার করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের বাড়িতে এরশাদ উদ্দিনের প্রতিষ্ঠিত জেসি এগ্রো ফার্ম থেকে রমজানের ৩০ দিনে দুই টন দুধ বিক্রি করবেন তিনি। গত কয়েক বছর ধরে তিনি প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি করলেও এবার সর্বনিম্ন এক টাকায় বিক্রি করবেন। গতকাল এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদ উদ্দিন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, আমি প্রথম থেকে ভেবেছিলাম দুধ ফ্রি দিবো। কিন্তু ভাবলাম রমজান মাসে দুধ ফ্রি দিবো কে কি মনে করবে। তাই আমি সামান্য রেটে ১০ টাকায় বিক্রয়ের সিদ্ধান্ত নেই। আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রতি লিটার দুধ কমপক্ষে ১ টাকা দিয়েও নিতে পারবে, সর্বোচ্চ ১০ টাকা। এরশাদ উদ্দিন তার স্ট্যাটাসে আরও লিখেন, এই উদ্যোগ বাহবা নেয়ার জন্য না। আমার উদ্দেশ্য হলো সামান্য কিছুও যদি মানুষের জন্য করা যায়, মানুষ উপকৃত হবে, তাহলে আল্লাহ খুশি হবেন।
আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। তাহলে আমাদের দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রসঙ্গত, মো. এরশাদ উদ্দিন বাংলাদেশ স্টিল মিল স্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি। তিনি নিজের নামে একটি মানবকল্যাণ ফাউন্ডেশন করে এলাকার হতদরিদ্র, প্রান্তিক ও সাধারণ মানুষকে নানা ধরনের সহযোগিতা প্রদান করে আসছেন। মানুষের যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন তরুণ এই শিল্পোদ্যাক্তা। তিন বছর আগে তিনি জেসি এগ্রো ফার্ম নামে একটি গরুর খামার গড়ে তুলেছেন। সেখানে ৪০০টি গরু রয়েছে। যার মধ্যে ২০টি গাভী প্রতিদিন ৭০-৭৫ লিটার দুধ দিচ্ছে। এরমধ্য থেকে রমজানের শুরু থেকে প্রতিদিন ৭০ লিটার দুধ এক লিটার করে সাধারণ মানুষের মাঝে টোকেন মূল্যে বিক্রি করবেন।