রাজনীতি
২৭শে মার্চ নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৫ অপরাহ্ন
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে মুক্তিযোদ্ধা দল। আগামী ২৭শে মার্চ নয়াপল্টনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের অনুমতির জন্য ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি। গত ১৪ই মার্চ বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিটি ডিএমপিতে দেয়া হয়। সরকার পতনের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোজার মধ্যে এই সমাবেশ করবে বিএনপি। পবিত্র এ মাসে চারটি ইফতার পার্টির সঙ্গে রাজপথের কর্মসূচিও চলমান রাখবে সরকার বিরোধী দলটি।
এদিকে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী শনিবার নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশের অনুমতির জন্যও ডিএমপিকে চিঠি দিয়েছে দলটি।