ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

রাজনীতি

আন্দোলনে ব্যর্থ হলে অস্তিত্ব থাকবে না: ফখরুল

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৮:০৭ অপরাহ্ন

mzamin

দলের নেতাকর্মীদের সর্তক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি টানা ১৫ বছর ধরে ক্ষমতার বাহিরে রয়েছে। এখন আন্দোলনের বিকল্প নেই। চলমান আন্দোলন ব্যর্থ হলে কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য সবাইকে সর্বাত্মক আন্দোলনে নামতে হবে। জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে পরাজিত করতে হবে। আমরা কোনো ভায়োলেন্স করতে চাই না। কিন্তু আমাদের উপরে কেউ আক্রমণ করলে তা প্রতিহত করার ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। মঙ্গলবার বিকেলে গুলশানে চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদের দলীয় সমর্থক এবং সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন আওয়ামী লীগের একমাত্র উদ্দেশ্য হলো, ২০১৪ ও ২০১৮ সালের মতো করে আগামী নির্বাচন করা। আর আমরা যে তিমিরে ছিলাম, সে তিমিরে যাব। আরও ভয়াবহ অবস্থা তৈরি হবে।

বিজ্ঞাপন
তারা সামনে লুট করবে, চুরি করবে, ডাকাতি করবে, কেউ কিছু বলতে পারবে না।  
ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতাদের কথা শুনলে মনে হয়, তাদের চেয়ে গণতন্ত্রকামী আর কেউ নেই। একদিকে তারা বিদ্যুৎ দিয়ে পকেট কেটে শেষ করছে। অন্যদিকে জনগণকে বাড়িঘরে আগুন লাগিয়ে তুলে দিচ্ছে। বিরোধী দলকে মামলা দিয়ে দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। শেষে আবার উনি (প্রধানমন্ত্রী) বলছেন-না, আমি তো গণতন্ত্র চালাচ্ছি। 

সম্প্রতি ব্রিটিশ প্রতিমন্ত্রীকে তিনি বলেছেন-আওয়ামী লীগ কখনোই নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করে না। নির্বাচন কমিশনার ফ্রি নির্বাচন করছে। এই বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, এর চেয়ে আর হাসির কথা কী হতে পারে। প্রধানমন্ত্রীর কথা শুনে এখন ঘোড়াও হাসে। তিনি বলেন, আমি কোনো চাপের কাছে মাথা নত করি না-গতকাল প্রধানমন্ত্রী এমন করে দাম্ভিকের মতো কথা বলেছেন। আমি অন্য কারো কথা বলতে চাই না। আপনাকে (প্রধানমন্ত্রী) জনগণের কাছে নতিস্বীকার করতে হবে। এদেশের মানুষ এবার জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়েছে, এ আন্দোলন দিন দিন বেগবান হচ্ছে। প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে। 
মতবিনিময় সভায় আরও উপস্থিতি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আব্দুল আউয়াল মিন্টু ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক প্রমূখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status