রাজনীতি
১৮ই মার্চ দেশের সব মহানগরে সমাবেশ করবে বিএনপি
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১১ মার্চ ২০২৩, শনিবার, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

যুগপৎ আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ই মার্চ শনিবার দেশব্যাপী সকল মহানগরে সমাবেশ করবে বিএনপি। বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। শনিবার বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর মানববন্ধনে এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। আজ যুগপৎ আন্দোলনের দশম কর্মসূচি পালিত হচ্ছে।