ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

চলতি বছরেও বিদ্যুৎ উৎপাদকেরা পাবেন ইচ্ছামতো ব্যাংক ঋণ

অর্থনৈতিক রিপোর্টার
৩ মার্চ ২০২৩, শুক্রবার

বিদ্যুৎ কোম্পানিগুলোর ব্যাংক ঋণের সীমা ২০২২ সালের জুলাই মাসে তুলে দেয়া হয়েছিল। তখন থেকেই বিদ্যুৎ উৎপাদকেরা ইচ্ছেমতো ঋণ নিতে পারে। এবার বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানগুলোর জন্য এই ঋণ সুবিধা চলতি ২০২৩ সালের পুরোটা সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘœ রাখার লক্ষ্যে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য তাদের প্রয়োজনীয় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। এজন্য চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ঋণ পেতে সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশ ঋণ দেয়ার হিসাবটি কার্যকর হবে না। তবে পরবর্তী ঋণ সীমা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ২৬খ (১) অনুযায়ী আগে একটি কোম্পানিকে ব্যাংকের সংরক্ষিত মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ প্রদানের সুযোগ ছিল না। বিদ্যুৎ উৎপাদনে অর্থ সরবরাহ নির্বিঘœ রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংক কোম্পানির ১৪ নম্বর আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যুৎ উৎপাদকদের এই সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বিদ্যুৎ উৎপাদনকারী একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক ঋণ দিতে গেলে অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেকোনো অঙ্কের ঋণ অনুমোদন করবে।

বিজ্ঞাপন
তাতে বিদ্যুৎ উৎপাদকেরা যত ইচ্ছা ঋণ পাবেন।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status