রাজনীতি
তৃণমূলের কোন্দল নিরসন চান বিএনপির জনপ্রতিনিধিরা
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৬ অপরাহ্ন

গত ২৩শে ফেব্রুয়ারি থেকে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। চলমান এই বৈঠকে জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । এতে উঠে আসছে নিষ্ক্রিয় নেতাদের নানা অভিযোগ। একই সঙ্গে তৃণমূলের কোন্দল নিরসন চান জনপ্রতিনিধিরা।
বুধবার বরিশাল বিভাগীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে অংশ নিয়ে জনপ্রতিনিধিরা বলেন, এখন আন্দোলনমুখী কমিটি গঠন করা দরকার। তাদের কাজের লোক দরকার, পদের লোক দরকার নাই। কিন্তু প্রত্যেক ইউনিটে নিজেদের অনুসারীদের প্রাধান্য দিতে গিয়ে ত্যাগী ও যোগ্যদের বাদ দেয়া হচ্ছে। কোন নেতা-কর্মী যাতে উপরে না উঠতে পারেন সেজন্য পদে পদে বাঁধা দেয়া হচ্ছে। ব্লেইম গেমের রাজনীতি চলছে। এটা থেকে মুক্ত হতে না পারলে আগামীতে সরকার পতনের ‘এক দফার আন্দোলন’ ব্যাহত হবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
বৈঠকে মোট ১৭৮ জন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। যার মধ্যে ৩৮ জন বক্তব্য রাখেন।
একাধিক ইউপি চেয়ারম্যান জানান, তারা জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি রাজনীতিতে এসেছেন। কিন্তু এখন তাদেরকে কোথাও ডাকা হয় না, সম্মান দেয়া হয় না। এমনকি কেউ খোঁজও নেয় না। দুর থেকে দলকে ভালোবাসা ছাড়া তাদের আর কিছু করার থাকে না।