বিনোদন
‘মুজিব’র ট্রেলার: তথ্যমন্ত্রী বললেন অফিশিয়াল
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২৫ মে ২০২২, বুধবার, ১২:৩৪ অপরাহ্ন

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের ট্রেলার নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভর দাবি, যে ট্রেলারটি প্রকাশ করা হয়েছে সেটি অফিশিয়াল ট্রেলার নয়। শুধুমাত্র কানে প্রদর্শন করবার জন্য এই ট্রেলার তাড়াহুড়ো করে বানানো হয়েছে। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানালেন ভিন্ন কথা। তিনি বলেছেন, কানে সিনেমার অফিশিয়াল ট্রেলারই প্রকাশ করা হয়েছে। কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে গতকাল মঙ্গলবার মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ সোজসাপ্টা বলেন, নো নো, এটি তাড়াহুড়া করে অবশ্যই নয়। এটা অফিশিয়াল ট্রেলারই। হয়তো আরও ট্রেলার প্রকাশ হতে পারে। ট্রেলার এটাই হতে হবে কিংবা এটাই সবসময় থাকবে তা নয়। এটা অফিশিয়ালি সেখানে প্রকাশ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমাটি নির্মাণ করছেন বলিউডের খ্যাতনামা চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। গত ১৯ মে কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলারটি উদ্বোধন করা হয়।