রাজনীতি
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১ মার্চ ২০২৩, বুধবার, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৬ অপরাহ্ন

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার সকালে মালিবাগ রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নেতাকর্মীরা। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খিলগাঁও তালতলায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, মোহাম্মদ এস রহমান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল হক মিজবাহ, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি তাকরিম হাসান, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের উপরে জুলুম ও শোষনের অংশ হিসেবে আজকের দিনেও সরকার নতুন করে পাঁচ শতাংশ বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। এই সরকার তাদের সকল অবৈধ পরিকল্পনা বাস্তবায়নের জন্য, জনগণের কন্ঠকে রুদ্ধ করার জন্য অন্যায়ভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতার করে কারারুদ্ধ করে রেখেছে। দেশের জনগণের স্বার্থে দশ দফা যুগপৎ কর্মসূচি ঘোষণার পরপরই আমীরে জামায়াতকে গ্রেফতার করা হয়। মূলত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী যেন কোন আন্দোলন করতে না পারে, সেই ভয়েই এই অবৈধ সরকার পরিকল্পিতভাবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দকে বন্দী করে রেখেছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, অবিলম্বে আমীরে জামায়াত সহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি প্রদান করুন নতুবা আপনাদের পতন নিশ্চিত করে তাদের মুক্ত করা হবে।
তিনি আরও বলেন, এই ফ্যাসিস্ট এবং দুর্নীতিবাজ সরকার জনগণের উপর একেরপর এক অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। দেশপ্রেমিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী যেন সরকারের এই অপকর্মে কোনো বাঁধা দিতে না পারে তাই পরিকল্পিতভাবে জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
ড. মাসুদ আরও বলেন, সরকার ধারাবাহিকভাবে মামলা, হামলা, নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে দেশপ্রেমিক জনগণকে শোষণ করতে চাই। এজন্যই তারা জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ জামায়াত ও শিবিরের হাজার হাজার নেতা-কর্মীকে দীর্ঘদিন মিথ্যা ও কাল্পনিক সাঁজানো মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় বার বার তাকে কারা ফটক থেকে গ্রেফতার করে জুলুম নির্যাতন চালাচ্ছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অবিলম্বে জামায়াত নেতৃবৃন্দসহ সকল রাজবন্দিকে মুক্তি দিন। অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাদের বিদায় নিশ্চিত করা হবে।
পাঠকের মতামত
আলহামদুলিল্লাহ।
জামায়াতে ইসলাম----- আদর্শের সংগ্রাম। শোষকের উৎখাত----;-শোষিতের মানবিক আর বিচারিক উথ্থান জামায়াতের অবস্থান। আদর্শের সংগ্রাম মোকাবেলায় ইতিহাসেন দুর্ধর্ষ জঘন্য স্বৈরাচার আওয়ামী দুঃশাসকেরা ব্যর্থ হওয়ায় জামায়াতের সমস্ত রাজনৈতিক মৌলিক সাংবিধানিক অধিকার হরণ করেছে। জামায়াতের ভয়ে ভীত সন্ত্রস্ত আওয়ামীলীগ জামায়াতের শীর্ষনেতা আমীরে জামায়াত সহ দ্বিতীয় তৃতীয় সারির সব নেতা কর্মীকে জেলখানায় আবদ্ধ করে রেখেছে। দেশ জনতার মৌলিক বিচারিক মানবিক হৃত অধিকার পুণঃপ্রতিষ্ঠার মহাসংগ্রামে জামায়াত জান বাজি রেখে ময়দানে সরব ভূমিকা অব্যাহত রেখেছে। জামায়াত নেতৃবৃন্দের মুক্তি সহ জনগণের ভোটাধিকারে প্রত্যাবর্তন দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি রোধ বিদ্যুৎ গ্যাস তেলের দাম কমানোর দাবীতে বিক্ষুদ্ধ জামায়াতের বিক্ষোভ মিছিল জনগণের বুকফাটা হৃদয়ের আকুতিরই প্রতিফলন।