ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

রাজনীতি

চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

(৩ সপ্তাহ আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

mzamin

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ নেতাদের  মুক্তি, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলাম। মঙ্গলবার সকালে মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীনের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি  ফয়সাল ইউনুসসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতা  নুরুল আমীন বলেন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় অন্যায়ভাবে সরকার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে কারাগারে আটক করে রেখেছে। জাতীয় নেতৃবৃন্দের ওপর জুলুম নির্যাতন চালিয়ে ও গণতন্ত্রকে হত্যা করে এই অবৈধ সরকার জনগণের রোষানল থেকে বাঁচতে পারবে না। ইতিহাস সাক্ষী জুলুম চালিয়ে কোন স্বৈরাচারী আজ পর্যন্ত টিকতে পারেনি, ইনশাআল্লাহ জনগণের প্রতিরোধের মুখে এদেরকেও ক্ষমতার মসনদ ছাড়তে হবে। আমরা অনতিবিলম্বে নির্দোষ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানাচ্ছি, নইলে সরকারকে চরম মূল্য দিতে হবে।
তিনি  আরও বলেন, দফায় দফায় গ্যাসসহ নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। নজিরবিহীনভাবে একমাসেই দু দু’বার বিদ্যুতের দাম বৃদ্ধি করে এই সরকার ইতিমধ্যেই সকল সীমা পার করেছে। তদুপরি গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে কলকারখানায় উৎপাদন বন্ধ, দেশ এখন দেউলিয়াপ্রায়। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

বিজ্ঞাপন
অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকার জনগণের নির্বাচিত না হওয়ায় মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য কোন দায় নিচ্ছে না। এ অবস্থা থেকে মুক্তির জন্য কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং জনগণকে তাদের নিজেদের শাসক নির্বাচনের সুযোগ দেয়ার জোর দাবি জানাচ্ছি।।

 

পাঠকের মতামত

চট্টগ্রাম শহরের কোন গ্রামে মিছিলটা করা হয়েছে।

KAISAR ANOWAR
২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৯:১৫ অপরাহ্ন

স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের কু আর বদ শাসনের বলি এদেশের ৯০% জনগণ। ভোটাধিকার হরণ সহ মানবিক অধিকার নাগরিক অধিকার বিচারিক অধিকার সর্বপরি সকল প্রকার মৌলিক অধিকার বঞ্চিত করে ক্ষমতা স্থায়ী করার এক জঘন্য মতলবে আওয়ামীলীগ সংবিধান থেকে কেয়ারটেকার সরকার ব্যবস্থা এক কলমের খোচায় বাতিল করে দিয়েছে। এই অধিকার খেকো সরকার দেশের সর্ব বৃহৎ ইসলামী দল দেশ প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ জুলুম নির্যাতনেও টিকে থাকা জামায়াতে ইসলামীকে কোন সভা সমাবেশ মিছিল মিটিং এর আইনগত সুবিধা দিচ্ছেনা। জনগণের দল মানুষের দল মানবতার দল তাই সমূহ বিপদকে মাথায় নিয়ে জনতার পক্ষে কথা বলে আন্দোলন করে কারাবরণ করে ফাসির রজ্জু গলায় পড়ে। অভিনন্দন জামায়াতে ইসলামীকে জামায়াতের নিপীড়িত নির্যাতিত নেত্ কর্মী সমর্থক শুভান্যুধায়ীদেরকে। কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি যিনি জামায়াতকে এখন জনপ্রিয়তার শীর্ষ মর্যাদা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

আলমগীর
২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১২:২৭ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status