রাজনীতি
বিকালে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৪ অপরাহ্ন

ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল যাবেন। বিকাল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হবেন জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে আসা-যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়েছে বিএনপি।
দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫শে মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তখন শর্ত দেয়া হয়েছিল, তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে। এরপর বিভিন্ন সময় বিএনপি তাকে বিদেশ নেয়ার দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।
কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায়ই থাকছেন। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ছয় দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন ।
খালেদা জিয়া কয়েকবছর ধরে আথ্রারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
।