ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

দুই দেশে আজ মুক্তি ‘মায়ার জঞ্জাল’

স্টাফ রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
mzamin

একসঙ্গে আজ বাংলাদেশ ও কলকাতায়  মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’ ছবির মাধ্যমে ১৯ বছর পর আবারো বড়পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী অপি করিম। তার বিপরীতে আছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। মুক্তি উপলক্ষে গত ২০শে ফেব্রুয়ারি ঢাকার সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন ঋত্বিক। অতিথি তালিকায় দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা ছিলেন এই প্রদর্শনীতে। মুক্তি উপলক্ষে ২২শে ফেব্রুয়ারি কলকাতার নন্দনে ছবিটির আরেকটি বিশেষ প্রদর্শনী হয় বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক জসীম আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে বিশেষ প্রদর্শনীর পর কলকাতার নন্দনেও ছবিটির বিশেষ প্রদর্শনী ও মিট দ্য প্রেস হয়। সেখানে অভিনয়শিল্পী সোহেল মণ্ডল, ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা ব্যানার্জি এবং পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী উপস্থিত ছিলেন। প্রযোজনা প্রতিষ্ঠান ভিউজ অ্যান্ড ভিশনস জানিয়েছে, ২৪শে ফেব্রুয়ারি থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে ‘মায়ার জঞ্জাল’। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, কেরানীগঞ্জের লায়নস, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিন, সাভারের সেনা অডিটোরিয়াম, বগুড়ার মধুবন, সিরাজগঞ্জের রুটস, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার লিবার্টি এবং শঙ্খ প্রেক্ষাগৃহে এর প্রদর্শনী চলবে।

বিজ্ঞাপন
অপি করিম ও ঋত্বিক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন- ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, শাঁওলি চট্টোপাধ্যায়, দীপক হালদার, জয়দীপ মুখার্জি, অমিত সাহা ও কমলিকা ব্যানার্জি। এর শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দু’টি ছোটগল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী নিজেই।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status