রকমারি
নিলামে উঠলো ২০০৭ সালের আইফোন, বিক্রি হলো নজরকাড়া দামে
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন

২০০৭ সালের একটি 'ফার্স্ট জেনারেশন' আইফোনকে নিলামে তোলা হয়েছিলো। যেটি ৬৩ হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। শুধু তাই নয় এটি এর আসল দামের ১০০ গুণেরও বেশি। নিলামকারী সংস্থা 'LCG Auctions' জানিয়েছে - আইফোনের প্রথম-সংস্করণটি যে বাক্সে রাখা ছিলো সেটি কখনই খোলা হয়নি। ২০০৭ সালে আইফোনের আসল দাম ছিলো ৫৯৯ ডলার। এতে ছিলো ২-মেগাপিক্সেল ক্যামেরা সহ একটি ৩.৫-ইঞ্চি স্ক্রীন, ৮জিবি স্টোরেজ , ইন্টারনেট এবং আইটিউনস। এই ফোনে কোনো অ্যাপ স্টোর ছিল না, ফোনটি চলতো 2G নেটওয়ার্কে।এই ফোনের বিডিং এই মাসে শুরু হয়েছিলো ২৫০০ ডলার দিয়ে । LCG-এর ওয়েবসাইট অনুসারে ২৭টি বিড ডাকা হয়েছিলো। এলসিজি নিলামের প্রতিষ্ঠাতা মার্ক মন্টেরো সিএনএনকে বলেছেন যে ১০ জন ক্রেতা আইফোনটি জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিজয়ী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি। টেলিভিশন প্রোগ্রাম "দ্য ডক্টর অ্যান্ড দ্য ডিভা"-তে এসে কসমেটিক ট্যাটু শিল্পী কারেন গ্রিন জানান তিনি আইফোন ফার্স্ট জেনারেশনের এই ৮ জিবি সংস্করণটি উপহার হিসেবে পেয়েছিলেন , কিন্তু কখনোই ফোনের সীলটি ভাঙেননি।
সূত্র : সিএনএন