অর্থ-বাণিজ্য
জুনিয়র চেম্বার জেসিআই বাংলাদেশের ঢাকা ইমপ্যাক্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ৫:১০ অপরাহ্ন
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন লোকাল অর্গানাইজেশন জেসিআই ঢাকা ইমপ্যাক্ট উদ্বোধন করা হয়েছে। গত রোববার রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট-এর কার্যক্রমের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট মো. জিয়াউল হক ভূঁইয়া। এ ছাড়া জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট ইমরান কাদির, সেক্রেটারি জেনারেল কামরুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ফজলে মুনিম সৈকতসহ জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্টরা ও অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে নাসের মহসিনকে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট-এর প্রতিষ্ঠাতা লোকাল প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া মাসরুর মাহমুদ শুভ, লোকাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, মো. সাইদুল ইসলাম ও মো. ফরহাদ হোসেনকে লোকাল ভাইস প্রেসিডেন্ট-এর দায়িত্ব প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে মো. শাফায়েত হাসান, লোকাল সেক্রেটারি জেনারেল, মো. শাহরিয়ার ইমরান, লোকাল ট্রেজারার, রোমানা আকতার ইতি, লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সিল, ইমাম হোসেন আলিফ, লোকাল ট্রেইনিং কমিশনার, নাভিদ মাহফুজ, লোকাল ডিরেক্টর এবং খন্দকার রাহাত হাসানকে লোকাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।