রকমারি
ব্যাংকের লকারের টাকা গেল উইপোকার পেটে
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০২ অপরাহ্ন

টাকা নিরাপদ রাখতে জমা করা হয়েছিল ব্যাংকের লকারে। কিন্তু নিরাপদ আর থাকলো না। এক গ্রাহকের সব টাকা খেয়ে ফেললো উইপোকা। সুনিতা মেহতা নামের গ্রাহক ভারতের উদয়পুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি লকারে টাকা রেখেছিলেন । সম্প্রতি তিনি ব্যাংকে যান। নিজের লকারটি খুলে তার চক্ষুতো চড়কগাছ। দেখতে পান তার টাকা উইপোকায় খেয়ে ফেলেছে। পড়ে আছে টাকার কিছু টুকরো অংশ। এতে তার দুই লাখ ১৫ হাজার ভারতীয় রুপি (বাংলাদেশি টাকায় ২ লাখ ৭২ হাজার) মূল্যের মুদ্রা নষ্ট হয়েছে।
সুনিতা বলেন, লকারে রাখা জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকের দায়িত্ব। তিনি ব্যাংক প্রশাসনে অভিযোগও জানিয়েছেন।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয় - ব্যাংকটির সিনিয়র ম্যানেজার প্রবীণ কুমার যাদব বলেছেন, লকারের এই ক্ষতির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর সমস্যা সমাধানে সে গ্রাহককে ব্যাংকে পুনরায় ডেকে পাঠানো হয়েছে।