ঢাকা, ২ এপ্রিল ২০২৩, রবিবার, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ১০ রমজান ১৪৪৪ হিঃ

রকমারি

বাচ্চাদের নাম কফি, গুগল, গ্লুকোজ! কারণ কী?

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৯:১৬ অপরাহ্ন

mzamin

সন্তানের নাম অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুন্দর নাম রাখতে বাবা-মা, স্বজনদের রীতিমতো গবেষণায় নামতে হয়। কেউ নামের অর্থ নিয়ে ভাবেন, কেউ ভাবেন নামটির সৌন্দর্য্য নিয়ে। আর সবাই চান, নিজের বাচ্চার নামটি হোক অন্যদের চেয়ে সুন্দর, আলাদা। আর এসব করতে গিয়ে কেউ বা রাখেন উদ্ভট নামও। এমনই উদ্ভট নামে ভরে গেছে ভারতের কর্ণাটক রাজ্যের এক গ্রাম। কোনো নির্দিষ্ট নিয়ম নেই বটে, কিন্তু নামগুলো একটু ভিন্নরকম। সেখানে বাচ্চাদের নাম ‘গুগল’, ‘কফি’, ‘চকোলেট’  সহ আরও অনেক ধরনের। আবার জনপ্রিয় ব্যক্তিদের নামেও নামকরণ করা হয়। আছে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, রণবীরসহ এমন কিছু নামের বাচ্চা। 

সংবাদ প্রতিদিন ও নিউজ-১৮ এর এক প্রতিবেদন থেকে জানা যায়,  অদ্ভূত এসব নাম শোনা যায় কর্ণাটকের  ভদ্রপুরের গ্রামে।

বিজ্ঞাপন
পনের বছর আগে  গ্রামের শিশুদের এমন সব নাম রাখা শুরু করেছিল হাক্কি পিক্কি নামের এক আদিবাসী সম্প্রদায়। এরপর থেকেই এসব নাম ছড়িয়ে পড়ে গ্রামটিতে। 
কোনো দম্পত্তি যদি মিষ্টি খেতে ভালোবাসেন বাচ্চার নাম রাখেন পছন্দের কোনো মিষ্টির নামে। কেউ বা চকোলেটের নামে। শুধুই কি এসব ডাকনাম ? তা কিন্তু নয়। পাসপোর্টেও এসব নাম ব্যবহার করা হয়। আছে বাস, ট্রেন নামগুলোও। 
তবে এই গ্রাম আলোচনায় এসেছে উদ্ভট নামকরণের জন্য নয় শুধু। আরও কিছু বিশেষ দিকও রয়েছে। গ্রামটির বাসিন্দাদের অনেকেই প্রায় ১৪টি ভাষায় কথা বলতে পারেন। পণপ্রথাতেও রয়েছে ভিন্নতা। পাত্রকেই পাত্রীর পরিবারকে পণ দিতে হয়। আর যদি বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ ঘটে তবে পাত্রীর পরিবারকে ফিরিয়ে দিতে হয় পণের অর্ধেক টাকা।  এইসব  নানা বৈচিত্র্যেভরা  কর্ণাটকের ভদ্রপুরের হাক্কি পিক্কি সম্প্রদায়।

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status