ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

৫৬ বছর পর বই ফেরত দিলেন লাইব্রেরিতে!

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩২ অপরাহ্ন

mzamin

যদি লাইব্রেরি থেকে কোনো বই ধার নেয়া হয়,  তবে ফেরত দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। নাহলে অতিরিক্ত দিনের জন্য দিতে হবে জরিমানা। এইতো নিয়ম। এর বাইরেও লাইব্রেরি কর্তৃপক্ষ বই ফেরত পেতে নিতে পারে নিয়মমাফিক ব্যবস্থা। তবে সেটা যাইহোক, এমন নজির অহরহ আছে- কেউ বই নিয়ে একেবারে উধাও হয়ে যান।  কিন্তু যুগযুগ পর যদি কেউ বই ফেরত দিতে আসেন তবে সেটা উদাহরণ হয়েই থাকে বটে। তেমনই নজির সামনে এলো। এক নারী ১৪ বছর বয়সে শহরের লাইব্রেরি থেকে একটি বই নিয়েছিলেন। কিন্তু তিনি সেটা ফেরত দিলেন তার বয়স যখন ৭০। অর্থাৎ ৫৬ বছর পর লাইব্রেরি কর্তৃপক্ষ বইটি ফেরত পেল। জার্মান ভাষার উপর এই বইটির কভারে স্পষ্টভাবেই লেখা ছিল ২১ দিনের  মধ্যে ফেরত দিতে হবে।

বিজ্ঞাপন
নাহলে গুনতে হবে জরিমানা, প্রতি সপ্তাহে তিন পেন্স করে।

 অনলাইন মিররের খবরে বলা হয়, যুক্তরাজ্যের নর্থ-টাইনিসাইডের বাসিন্দা লেসলি হ্যারিসন। এই নারীই স্থানীয় কিলিংওর্থ লাইব্রেরি থেকে বইটি ধার নিয়েছিলেন ১৯৬৬ সালের এপ্রিলে।

কিন্তু কেন বইটি ফেরত দিতে এত দেরি হলো, জরিমানাই বা কতো দিতে হলো? লেসলি জানান,  বইটি নেয়ার কিছুদিন পর তারা বাড়ি বদল করেছিলেন। সে সময় বইটি ফেরত দিতে ভুলে গিয়েছিলেন।  পরে তিনি বইটি ফেরত দিতে চেয়েছিলেন তবে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে এই ভয়ে আর ফেরত দেয়া হয়নি তখন । কিন্তু চূড়ান্ত পর্যায়ে যখন তিনি জানলেন- বইটি তার ফেরত দিতেই হবে নাহলে শোধ করতে হবে জরিমানার টাকা, তখন তিনি সিদ্ধান্ত নেন ফেরত দেয়ার। তিনি আরও বলেন, বইটি আমি যত্ন করেই সঙ্গে রেখেছিলাম। যেখানেই গিয়েছি নিজের কাছে রেখেছি।

লাইব্রেরি থেকেও জরিমানার অঙ্ক দাঁড়িয়েছিল দুই হাজার ইউরোর বেশি।  কর্তৃপক্ষ বলছে, ৫৬ বছরে জরিমানা অনেক হলেও, তা নেয়া হয়নি।  না পাওয়ার চেয়ে বিলম্বে হলেও বইটি  যে পাওয়া গেছে এটাই বা মন্দ কী!

 

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status