দেশ বিদেশ
ফরহাদের আর্তনাদ: কার জন্য বাঁচবো
মানবজমিন ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবারতুরস্কের আজমারিন শহর। এই শহরে পরিবার নিয়ে থাকতেন ফরহাদ। শহরটি নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ। চারদিকে কান্নার শব্দ। নিহতদের স্বজনদের বুক চাপড়ে কান্নার শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে। ফরহাদও তাদের ব্যতিক্রম নন। তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আমার চোখের সামনেই পিতামাতা, স্ত্রী ও ছেলেকে মরতে দেখলাম। তাদেরকে হারিয়ে এখন আমি আর কোথায় যাবো! কার জন্য বাঁচবো! অনলাইন সিএনএন অসহায় ফরহাদের আর্তনাদ তুলে ধরেছে। ঘটনার দিন তিনি ঘুমিয়ে ছিলেন ভোরবেলা।
বিজ্ঞাপন
এ অবস্থায় নিজে কোনোমতে বাড়ির বাইরে বেরিয়ে যান তিনি। চারপাশে শুনতে পান আহাজারি, চিৎকার। তাসের ঘরের মতো একের পর এক বাড়ি ধসে পড়ছিল। তিনি বুঝে উঠতে পারছিলেন না কি করতে হবে। এরই মধ্যে আরও একটি কম্পন। আবার নড়ে ওঠে সবকিছু। ফরহাদের সামনে একের পর এক বহুতল ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ছিল। এর নিচেই চাপা পড়েন তার স্ত্রী ও ছেলে।