খেলা
‘ভারতে সিরিজ জয় অ্যাশেজের চেয়ে বড়’
স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা, অ্যাশেজের চেয়েও বড়- এমন মন্তব্য খোদ অস্ট্রেলীয় ক্রিকেটারদের। আগামীকাল নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। আর গতকাল অস্ট্রেলিয়ার শীর্ষ ব্যাটসম্যান স্টিভেন স্মিথ বলেন, ‘সিরিজ জয় দূরে থাক, ভারতে একটা ম্যাচ জেতাও কঠিন। এই পর্বত ডিঙাতে পারলে বিশাল ব্যাপার হবে। আমার কাছে ভারতে টেস্ট সিরিজ জিততে পারা হবে অ্যাশেজ সিরিজের চেয়েও বড় প্রাপ্তি।’ একই সুর ডেভিড ওয়ার্নারের কণ্ঠে। অজি ওপেনার বলেন, ‘বিশ্বের সেরা স্পিনারদের বিপক্ষে খেলতে আমি উন্মুখ। সর্বশেষ অ্যাশেজ দলের অংশ হতে পারা চমৎকার ব্যাপার ছিল। তবে ভারতের মাটিতে ওদের হারানো আমাদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।’ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। চলতি ২০২১-২৩ মৌসুমে এখন পর্যন্ত ১৫ ম্যাচের মধ্যে অজিরা ৭৫ শতাংশ ম্যাচে জয় পেয়েছে। তবে ভারতের মাটিতে ভোগান্তির ইতিহাস রয়েছে অজিদের।