খেলা
ইমাদ-আমিরকে পেয়ে ফের শক্তিশালী সিলেট
স্পোর্টস রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
নিজ দেশের টুর্নামেন্ট পিএসএলের কারণে পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএলে পুরো আসর খেলতে পারবেন না সেটা আগেই জানা। তাই সিলেট পর্বের পর দেশে ফিরে যান পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তাদের ছাড়া সিলেট স্ট্রাইকার্সের বোলিং আক্রমণ কার্যত দুর্বল। যার প্রমাণ মিলেছে দলটির সর্বশেষ ম্যাচে। বিপিএলের টেবিল টপার সিলেট স্ট্রাইকার্সের ভক্ত-সমর্থকরা অবশ্য পেয়েছেন সুখবর। লীগ পর্বে সিলেট স্ট্রাইকার্সের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবেন। এই ম্যাচের আগে আমির ও ওয়াসিম পিএসএল ছেড়ে ফিরছেন ঢাকায়। খেলবেন আগামীকাল খুলনার বিপক্ষে লীগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে। তাদের আসার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দিন খান এবং কোচ তুষার ইমরান। মিডিয়া ম্যানেজার নিহাজউদ্দিন খান বলেন, ‘আমির, ইমাদ ফিরতে পারে একটা ম্যাচের জন্য।