দেশ বিদেশ
সভাপতিসহ গভর্নিং বডির অপসারণ দাবি
স্টাফ রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবারগভর্নিং বডির সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষকরা। গতকাল একাডেমিক কার্যক্রম বর্জন করে কলেজের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। আন্দোলনে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদেরও সমর্থন পেয়েছেন তারা। আন্দোলনরত শিক্ষকরা জানান, যতক্ষণ না সভাপতিসহ গভর্নিং বডির সদস্যরা পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে অনিয়মের হোতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়া হবে না। এর আগে একই দাবিতে গত রোববার সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা। সে সময় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। এ আন্দোলনে রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধান মনিরুল ইসলাম, জীববিজ্ঞান বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর নাজমুল হুদা, ইংরেজি বিভাগের সেগুপ্তা ইসলাম, সিএসই বিভাগের লেকচারার মারুফ নেওয়াজসহ প্রায় ৭০ জন শিক্ষক। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, দীর্ঘ ১৪ বছরেও গভর্নিং বডির সভাপতির পরিবর্তন হয়নি। সভাপতি এডভোকেট সৈয়দ রেজাউর রহমান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম চরমভাবে নষ্ট করছেন। তিনি আরও বলেন, কিছুদিন আগে বিভিন্ন অনিয়ম করে ও প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও আত্মসাৎ করে সাবেক অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ, মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী ও বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী। শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম চরমভাবে নষ্ট করেছেন তারা। এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কলেজ গভর্নিং বডির সভাপতি ও কিছু সদস্য প্রত্যক্ষভাবে জড়িত থাকায় এগুলো কখনোই প্রকাশিত হয়নি এবং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়া হয়নি। বর্তমান গভর্নিং বডি বাতিল করে নতুন গভর্নিং বডি গঠনের ব্যবস্থা নিতে এবং তাদের দ্বারা সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জোর দাবি জানান শিক্ষকরা। প্রভাষক মারুফ নেওয়াজ বলেন, আমাদের দাবি মেনে নেয়া না হলে একাডেমিক কার্যক্রম বন্ধের এ কর্মসূচি চলতে থাকবে। সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও সহযোগিতা পাবো বলে আমাদের বিশ্বাস।