ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

দেশ বিদেশ

এমপি মোসলেম উদ্দিন আহমদ আর নেই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবারmzamin

চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোসলেম উদ্দিন আহমদ (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ মৃত্যুকালে স্ত্রী, ৪ কন্যাসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। সোমবার বেলা ১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে মোসলেম উদ্দিনের মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ও সমপ্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকায় জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের লাশ হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর স্থানীয় গোমদণ্ডী পাইলট স্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
এরপর গরীব উল্লাহ শাহ মাজারস্থ মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এদিকে মোসলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তিনি ২০২০ সালের ১৩ই জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status