রকমারি
৯ বছরেই উচ্চ বিদ্যালয়ে স্নাতক, জ্যোতির্পদার্থবিদ হতে চায় পেনসিলভেনিয়ার বিস্ময় বালক
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

পেনসিলভানিয়ার এক বালক নয় বছর বয়সে হাইস্কুল থেকে স্নাতক হয়ে রেকর্ড গড়েছে। ছোট থেকেই ডেভিড বালোগুনের বন্ধুত্ব বিজ্ঞান এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাথে। এই আবেগ তাকে এখন উচ্চ বিদ্যালয়ের বিশ্বের সর্বকনিষ্ঠ স্নাতকদের একজন করে তুলেছে। বর্তমানে ডেভিড নিজেকে একটি কমিউনিটি কলেজে নথিভুক্ত করেছে এবং ইতিমধ্যেই কলেজের ডিগ্রির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে । তৃতীয় শ্রেণীতে প্রোগ্রামটি সম্পন্ন করার পর ডেভিড আনুষ্ঠানিকভাবে রিচ সাইবার চার্টার স্কুল থেকে সর্বকনিষ্ঠ স্নাতক হবার যোগ্যতা অর্জন করে ।
৯ বছর বয়সী শিশু ফক্স ৪৩ কে বলেছে - -''আমি নিজের চেষ্টার মাধ্যমে নয় বছর বয়সে স্নাতক হতে সক্ষম হয়েছি , আমার মা-বাবা আমাকে সাহায্য করেছেন সাইবার চার্টার স্কুলে পৌঁছানোর জন্য । আমি এটা করতে চেয়েছিলাম কারণ আমার এটা করার ক্ষমতা ছিল। আমার ক্ষমতাকে কেন ভালো কাজের স্বার্থে কাজে লাগাবো না ? আমি একজন জ্যোতির্পদার্থবিদ হতে চাই এবং ব্ল্যাক হোল ও সুপারনোভা নিয়ে অধ্যয়ন করতে চাই। ''ডেভিডের বাবা-মা হেনরি এবং রনিয়া বলেছেন, তাদের ছেলে ' মহাকাশের বিষয়গুলি জানার জন্য অত্যন্ত কৌতূহলী ছিল'।হেনরি বলেন, ডেভিডের সব কিছু জানার এই কৌতূহল তাকে তার একাডেমিক সাফল্যের জন্য প্রস্তুত করেছে । ৯ বছর বয়সী এই বালক পেনসিলভানিয়া অ্যাসোসিয়েশন অফ গিফটেড এডুকেশন থেকে ২০২২ সালের বিশিষ্ট ছাত্র হবার পুরস্কারও জিতে নিয়েছে। ছুটিতে ডেভিড বেসবল খেলতে এবং ক্যারাটে অনুশীলন করতে ভালোবাসে।
সূত্র : টাইমস নাও