দেশ বিদেশ
পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান, এড়িয়ে গেলেন হিনা রাব্বানি খার
কূটনৈতিক রিপোর্টার
৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার
একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ আহ্বান জানান। বাংলাদেশের আহ্বানের জবাবে হিনা নিরুত্তর ছিলেন বলে জানান মন্ত্রী মোমেন। গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী) আমাকে বলেছেন, আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান। আমরা বলেছি, আপনারা যে গণহত্যা করেছেন ১৯৭১ সালে, তার জন্য পাবলিকলি ক্ষমা চান। তবে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন, কোনো উত্তর দেননি। মোমেন বলেন, হিনা রাব্বানী বলেছেন, তাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমিও বলেছি, আমাদের এখানেও সীমাবদ্ধতা আছে। পাকিস্তান ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় জানিয়ে মন্ত্রী মোমেন বলেন, আমি বলেছিÑ আপনারা গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চান তাহলে সব হবে। সম্পর্ক উন্নয়নে আমি আপনাদের জন্য হয়ে ওকালতি করবো।
ধারের অর্থ ফেরতে সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কাকে সময় দিয়েছে বাংলাদেশ: এদিকে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায় ধারের অর্থ দ্রুত ফেরতে শ্রীলঙ্কাকে তাগিদ দিয়েছে বাংলাদেশ। রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, শ্রীলঙ্কা ধীরে ধীরে ভালো করছে। তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। আমরা আশা করছি, তারা সেপ্টেম্বরের মধ্যে আমাদের অর্থ ফেরত দিতে পারবে। আমরা সেভাবেই তাদের তাগিদ দিয়েছি। এর আগে বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলারের ঋণ পরিশোধের জন্য আরও ছয় মাস সময় দিয়েছে। তবে দ্বীপ দেশটি দীর্ঘায়িত অর্থনৈতিক সংকটের কারণে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিল। বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ ২০২১ সালে একটি মুদ্রা বিনিময় ব্যবস্থার অধীনে নগদ অর্থহীন শ্রীলঙ্কাকে ঋণ সহায়তা করেছিল।
পাঠকের মতামত
We are doubt that Foreign Minister told in the meeting about the issue of forgiveness from Pakistan regarding the 71 liberation. May be it is one kind of political standbazi. The Government's people are political liar. Nobody believe them
"তাদের কিছু সীমাবদ্ধতা আছে।"---১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে তাদের অত্যাচারের সীমাবদ্ধতা ছিল না,এজন্যেই তাদের ক্ষমা চাইতে হবে আর এটা পাকিস্তান বুঝেও না বোঝার ভান করছে। (They have some limitations.- There was no limit to their atrocities in East Pakistan in 1971, that is why they have to apologize and Pakistan pretends not to understand this).