দেশ বিদেশ
ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার
‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার কথায় কথায় বলেন খেলা হবে। আমি ওবায়দুল কাদের স্যারকে বলতে চাই খেলার নাকি লোক খুঁজে পান না? খেলা আপনাকে সবার সঙ্গে খেলতে হবে না। আপনি আমার সঙ্গে খেলার আয়োজন করেন। আমাকে অন্যায়ভাবে যে আসন থেকে হারিয়ে দেয়া হলো সেই আসনে আসুন। আপনি আপনার দল থেকে দাঁড়ান আর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো। প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, কোনো মানুষকে ভয়ভীতি দেখানো হবে না। নিরপেক্ষ নির্বাচন দেন। দেখি আপনি কতো ভোট পান আর আমি হিরো আলম কতো ভোট পাই।’ তিনি ওবায়দুল কাদেরের মন্তব্য প্রসঙ্গে বলেন, হিরো কখনো জিরো হয় না।
গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে ভোট পুনর্গণনার দাবিতে আবেদন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় হিরো আলম ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘ভোটে দাঁড়ানোর সাংবিধানিক অধিকার সবার আছে। যদি অযোগ্যদের ভোটে দাঁড়ানোর অধিকার না থাকে তাহলে আমরা যখন মনোনয়পত্র কিনলাম তখন সেই কথাটা বললেন না কেন? যাদের মামা খালু নেই।
হিরো আলম বলেন, ‘আমরা কোনো অন্যায় করলে বিচার হয়। আর তিনি যে আমাকে তাচ্ছিল্য করে কথা বলে অন্যায় করলেন তার বিচার কে করবে? তিনি কীভাবে বলেন আমি সংসদে গেলে সংসদ ছোট হবে? দেশের আইন সবার জন্য সমান। তিনি একজন মন্ত্রী হয়ে দেশের আমার মতো একজন নাগরিককে ছোট করতে পারেন না। তিনি আমাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন অন্যায় করেছেন।’
এ সময় সাংবাদিকরা হিরো আলমকে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার পক্ষে কথা বলেছেন। এজন্য প্রশ্ন উঠেছে বিএনপি আপনাকে সমর্থন দিয়েছে। বিষয়টি কী সত্যি? হিরো আলম এমন প্রশ্নের জবাবে বলেন, ফখরুল স্যারতো একা কথা বলেননি। ভোটে আমার প্রতি অন্যায় করা হয়েছে বলেই দেশের প্রায় সবাই আমার পক্ষে কথা বলছে। আগামী নির্বাচনে বিএনপি যদি আপনাকে মনোনয়ন দেয় তাহলে কী করবেন? হিরো আলম বলেন, আমি এখনই কোনো রাজনৈতিক দলে যোগ দেয়ার কথা ভাবছি না। ভবিষ্যতে যদি দেই তাহলে আপনাদের আগেই জানাবো। এ সময় তিনি তত্ত্বাবয়াক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন চান।
পাঠকের মতামত
হিরো আলমের এই চ্যালেঞ্জ কাদের কাকু গ্রহণ করার ক্ষমতা রাখেনা
রাজনীতিতে আনাড়ী হিরু আলমের মত লোকেরা রাজনীতির সুযোগ পেয়েছে আওয়ামীলীগের বর্তমান অথর্ব অচ্ছুত কুলাংগার সব রাজনৈতিক অপদার্থ তুল্য নেতাদের কারণেই। আওয়ামীলীগ রাজনীতিকে রাজনৈতিক কৃষ্টিকালচার শিল্পকে অযাচিত দুর্গন্ধময় আবর্জনার স্তুপে পরিণত করেছে। ভদ্র শিক্ষিত মার্জিত রুচিশীল বিদগ্ধজনেরা এখন আর রাজনীতিতে আসেনা মান সম্মান ইজ্জত হানীর ভয়ে। আওয়ামীলীগ রাজনীতিকে এতই কলুষিত নোংড়ামীতে পূর্ণ করেছে এখানে চোর চামুন্ডা নেশাখোর বেহায়া বেশরম নির্লজ্জ বখাটে অজ্ঞ নেশাখোর অশিক্ষিত গুন্ডা পান্ডারা রাজনীতির ময়দানকে তাদের চারণ ভূমিতে পরিণত করেছে।হিরু আলমদের মাথায় তুলেছে এই আওয়ামীলীগ। নয়তো হিরু আলম যে কথা বলতে এখন সাহসী হয়ে উঠেছে এমন কথা সভ্য সাধু কোন গুনিজন বললে তাকে হেনস্থা করতে আওয়ামীলীগ এখনই হামলা মামলার ঝুড়ি নিয়ে সদলবলে মাঠে নেমে পড়তো। এজন্যই কথায় বলে জহরে জহর চিনে আরো চিনে সোনা। কাউয়ায় কাক চিনে, কারো হাতে খাবার দেখলেই দেয় তাতে হানা।
সাবাস। হিরো আলম। যোগ্য জবাব দেবার জন্য।
"Khela Hobee" - Hero Alam vs Kader.
ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার কথায় কথায় বলেন খেলা হবে। আমি ওবায়দুল কাদের স্যারকে বলতে চাই খেলার নাকি লোক খুঁজে পান না? খেলা আপনাকে সবার সঙ্গে খেলতে হবে না। আপনি আমার সঙ্গে খেলার আয়োজন করেন। আমাকে অন্যায়ভাবে যে আসন থেকে হারিয়ে দেয়া হলো সেই আসনে আসুন। আপনি আপনার দল থেকে দাঁড়ান আর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো। প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, কোনো মানুষকে ভয়ভীতি দেখানো হবে না। নিরপেক্ষ নির্বাচন দেন। দেখি আপনি কতো ভোট পান আর আমি হিরো আলম কতো ভোট পাই।’ তিনি ওবায়দুল কাদেরের মন্তব্য প্রসঙ্গে বলেন, হিরো কখনো জিরো হয় না। এখন দেখার পালা, ওবায়দুল কাদের কি চেলেঞ্জ গ্রহণ করবে? নাকি তার মায়াবী কথার জ্বালে চেলেঞ্জকে পাশ কাটিয়ে উড়িয়ে দিবেন?
দক্ষিন পাড়ার একজন সাজাপ্রাপ্তের মত ধনী হয়ে যাক হিরো আলম তখন কারো মুখে রা' থাকবে না ।
সাবাস বাঘের বাচ্ছা। সাহস থাকে তো চ্যালেঞ্জ গ্রহন করে প্রমান দিন।
এইসব স্টান্টবাজী কথাবার্তাই নাচানাচি না করাই ভালো।
একের পর এক গোল দিয়ে যাচ্ছেন হিরো আলম! কাদের কাকু, খেলা জমে উঠেছে, আপনাদের হাতুড়ী-হেলমেট বাহিনী কোথায়?
Hero alam given the appropriate answer to mr.obaidul kader & his challenge to mr. Obaidul kader is the best solution
সাবাস হিরো আলম, এবার তুমি হিরো, ছেড়ে দাও আলম !! একজন দায়িত্ববান লোক হয়ে যদি দায়িত্বহীন ভাবে কথা বলেন, তার জবাব ঠিক হয়েছে এবং হিরো আলম চ্যালেঞ্জও করতে পারেন, যদি জনগন তাকে পছন্দ করেন ? হিরো আলম সংসদে গেলে সংসদ ছোটো হবে, লজ্জার কথা নয় কি বাবু ! সংসদ তো জনগনের আর জনগন যদি হিরোকে সেখানে পাঠায় তাহলে সংসদ ছোট কেনো, হবে তো বড়ো ? একজন নির্বাচিত সংসদ সংসদে গেলে সংসদের মান ইজ্জত রক্ষা পায়, পায় না যদি আর্শীবাদপুষ্ট হয়ে বিনা ভোটে বা কেউ আমরণ সদস্য হয়ে গেলে ? সরকারের একজন সর্বোচ্চ আর্শীবাদপুষ্ট ব্যাক্তি যদি সামান্য হিরো আলমকে ভয় পান, তার চেয়ে লজ্জার আর কিছু নেই ? প্রধানমন্ত্রী শেখ হাসিনারও উচিত হবে তাঁর ২/৪ জন নেতাকে ফ্রী ছেড়ে দেওয়া এবং পরীক্ষা করে দেখা তাঁর কান্ডারিরা কতজন ফিরে আসে, সেই স্বর্ণের প্রতীক নিয়ে ? তবে মনে হয় না হিরো আলমের এই চ্যালেঞ্জ সেতু মন্ত্রী গ্রহণ করবেন কারণ তলা ফুটা।
OK, I think if you're not a coward, you should take the challenge.
Coward OK will never accept Hero Alam's challenge.
আগামীতে বিএনপির থেকে নির্বাচন করতে পারবে, বিএনপিতে শিক্ষিত না হলেও চলবে।