খেলা
‘অজেয়’ ম্যানইউর অনন্য কীর্তি
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৮ অপরাহ্ন

এক বছর আগের দৃশ্যপট ভিন্ন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। শিরোপাশূন্য মৌসুমে চ্যাম্পিয়নস লীগের টিকিটও কাটতে পারেনি রেড ডেভিলরা। ধুঁকতে থাকা ম্যানইউকে বদলে দিয়েছেন এরিক টেন হাগ। ডাচ কোচের জাদুর স্পর্শে চলতি মৌসুমে বিধ্বংসী ফর্মে ম্যানচেস্টারের ক্লাবটি। ইতোমধ্যে কারাবাও কাপের ফাইনাল নিশ্চিত করা দলটি পৌঁছে গেছে ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডে। রয়েছে প্রিমিয়ার লীগ শিরোপার দৌড়েও। পয়েন্ট টেবিলের তিনে থাকা ম্যানইউ শনিবার ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারায়। আর এতেই হয়েছে রেকর্ড।
ম্যাচের ৭ম মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। সফল স্পটকিকে গোল করেন দলটির পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। ৬২তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।
ঘরের মাঠে টানা ত্রয়োদশ জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। গত ১২ বছরে যা রেড ডেভিলদের সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড। ম্যানইউর ইতিহাসে ঘরের মাঠে একটানা জয়ের রেকর্ডটি গড়ে ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে। এতে ওল্ড ট্রাফোর্ডে টানা ২০ জয় পেয়েছিল ইউনাইটেড।
প্রিমিয়ার লীগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর পঞ্চম ম্যাচে সাফল্য পেলো ম্যানইউ। সবশেষ ১৯৭০ সালে ঈগলদের বিপক্ষে এমন বাজে অভিজ্ঞতা হয়েছিল রেড ডেভিলদের।
প্রিমিয়ার লীগে ২১ ম্যাচে ১৩ জয় ও ৫ হারে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০।