রকমারি
ডাকাতি করতে ব্যর্থ, ক্ষমা চেয়ে নোট রেখে গেলো ডাকাতরা
মানবজমিন ডিজিটাল
(৭ মাস আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩০ পূর্বাহ্ন

সাধারণত ডাকাতি করতে এসে ডাকাতরা ব্যর্থ হয়েছে এমন ঘটনা খুব কমই ঘটে। কিন্তু সম্প্রতি উত্তর প্রদেশের বুকে এমন এক ঘটনা ঘটেছে যা ইন্টারনেট ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে একটি দোকানে লুটপাট করতে এসেছিলো ডাকাতরা, সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় দোকানের মালিকের জন্য ক্ষমা চেয়ে একটি চিঠি রেখে যায় ডাকাতরা। বিষয়টা খুলেই বলা যাক।
ডাকাতদের একটি দল উত্তরপ্রদেশের মিরাটে একটি গহনার দোকানে ডাকাতির জন্য ১৫ ফুট লম্বা একটি টানেল খনন করেছিল। যদিও তারা টানেল দিয়ে গহনার দোকানে প্রবেশ করতে সফল হয়েছিল, তবে তাদের সামনে আরো একটি বাধা ছিলো। তাদের দোকানের ভল্ট ভাঙতে হতো। দৃঢ়প্রতিজ্ঞ ডাকাতরা সঙ্গে নিয়ে আসা একটি গ্যাস কাটার দিয়ে ভল্ট ভাঙার চেষ্টা করে। অনেক চেষ্টা করেও তারা ভল্ট ভাঙতে পারেনি। তাদের ভাগ্য সুপ্রসন্ন না থাকায়, ডাকাতরা তাদের মিশন বাতিল করার সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয় দোকান ছাড়ার আগে তারা মালিকের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি ছেড়ে যায়।
সূত্র : টাইমস নাও
মন্তব্য করুন
রকমারি থেকে আরও পড়ুন
রকমারি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]