ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

সিলেটে বিএনপি’র বিভাগীয় সমাবেশে সেলিমা রহমান

সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তাদের অপকর্ম, দুর্নীতির কারণে আজ  দেশের মানুষ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অবস্থা থেকে দেশকে উত্তরণ করতে হলে সবাইকে একযোগে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আন্দোলন ছাড়া এই সরকারকে হটানো সম্ভব নয় বলে জানান তিনি। তিনি বলেন, বিএনপি সারা দেশে তেল, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করছে। এই দাবি শুধু বিএনপি’র একার নয়, এটি জনগণের দাবি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা দখল, লুণ্ঠন, দুর্নীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগের ইতিহাস দেশবাসী জানে, এই ইতিহাস পরিবর্তন করা যাবে না। তাই দেশবাসীকে সঙ্গে নিয়ে এই সরকারের পদত্যাগে বাধ্য করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিয়েছিলেন সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে।
তিনি শনিবার বিকালে নগরীর রেজিস্ট্রারি মাঠে যুগপৎ আন্দোলনের পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির সিলেটে বিভাগীয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
গ্যাস, বিদ্যুৎ, চাল, ঢাল, নিত্যপণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ১০ দফা দাবি আদায়ে আগামী ১১ই ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, আজ দেশের সাধারণ মানুষ খেতে পারছে না। আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে এখন ৮০ টাকায় চাল খাওয়াচ্ছে। মধ্যবিত্তরা নিম্নবিত্ত হয়ে যাচ্ছে আর নিম্নবিত্তরা অতি দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে। তারা ক্ষমতায় এসে এ পর্যন্ত ১৫ বার বিদ্যুৎ-এর দাম বাড়িয়েছে। একদিকে জনগণ গরিব হচ্ছে আর অন্যদিকে তারা দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করছে। তাই এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। 
সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ও সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদীর লুনা, ড. মো. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোক্তাদির, বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম. নাসের রহমান, সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউস, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, মিজানুর রহমান চৌধুরী, হাদিয়া চৌধুরী মুন্নী, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, সারা দেশে যেখানেই বিএনপি মিটিং করে, যেখানে তারাও একইদিনে মিটিং করে। ২০১৮ সালের নির্বাচনের দিন মানুষ ঘুম থেকে দেখে আগের রাতে ভোট দেয়া শেষ। মৃত মানুষ কবর থেকে উঠে এসে নাকি সেই নির্বাচনে ভোট দিয়েছে। আবারো ভোট চুরির নির্বাচনের নীলনকশা করা হচ্ছে। সূর্য পশ্চিম দিকে ওঠাও যদি সম্ভব হয়, তবুও শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য নাজির হোসেন, সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, জিয়াউল আরিফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, এডভোকেট হাবিবুর রহমান, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, মামুনুর রশীদ (চাকসু) প্রমুখ।

 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

ফরিদপুরে মন্দিরে আগুন, হত্যাকাণ্ড/ বিচার বিভাগীয় তদন্ত চায় হেফাজত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status