ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

খেলা

‘প্রথম’ গোলে আল নাসরকে বাঁচালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ১২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

mzamin

রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে আল নাসর এফসিতে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে অ্যারাবিয়ান ক্লাবটির হয়ে নিজের প্রথম দুই ম্যাচে ছন্দ দেখাতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। সিআরসেভেনের নিষ্প্রভতায় সৌদি সুপারকাপ থেকে বাদ পড়ে আল নাসর। এবার দলের ক্রান্তিকালে জ্বলে উঠলেন পাঁচ ব্যালন ডি’অরের মালিক। পেনাল্টি থেকে গোল করে নিশ্চিত হার এড়ালেন রোনালদো। শুক্রবার প্রিন্স আব্দুল্লাহ বিন জালাওয়ি স্পোর্টস সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লীগের ম্যাচে আল ফাতেহ’র সঙ্গে ২-২ গোলে ড্র করে আল নাসর। 

প্রতিপক্ষের মাঠে এদিন শুরুটা ভালো হয়নি আল নাসর এফসির। ম্যাচের ১২তম মিনিটেই গোল হজম করে রোনালদোরা। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ভলিতে আল ফাতেহকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান টেলো। ২৩তম মিনিটে দুর্দান্ত গোলে সমতা টেনেছিলেন রোনালদো। তবে অফসাইডের খড়গে বাতিল হয় সেই গোল।

বিজ্ঞাপন
৪২তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা তালিস্কার গোলে সমতা টানে নাসর। বিরতির পর ফের এগিয়ে যায় আল ফাতেহ। ৫৮তম মিনিটে গোলটি করেন আলজেরিয়ান ফরোয়ার্ড সোফিয়ান বেন্দেবকার। ম্যাচের ফল যখন প্রায় নিশ্চিত তখন পেনাল্টি পায় আল নাসর। আর সফল স্পটকিকে দলকে নিশ্চিত হার থেকে রক্ষা করেন রোনালদো। সৌদি প্রো লীগে নিজের প্রথম গোল পেয়ে উচ্ছ্বসিত পর্তুগাল অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সৌদি লীগে নিজের প্রথম গোল করতে পেরে আনন্দিত।  কঠিন ম্যাচে গুরুত্বপূর্ণ এ ড্র পেতে পুরো দলের দারুণ প্রচেষ্টা ছিল।’
ম্যাচ শেষে আল নাসর কোচ রুডি গার্সিয়া বলেন, ‘ফুটবলে কিছু বিষয় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আর কিছু পারবেন না। আমরা দুটি গোল হজম করেছি এবং সেটা ছিল আমাদের নিজেদের ভুলে। তবে আমাদের দুর্ভাগ্য যে দুটি শট পোস্টে লেগেছে। ক্রিস্টিয়ানো (রোনালদো) তার প্রথম গোল পেয়েছে এবং আমরাও দুটি গোল করেছি।’
এই ড্রয়ে প্রো লীগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখলো আল নাসর এফসি। ১৫ ম্যাচে ১০ জয় ও ১ হারে ৩৪ পয়েন্ট দলটির। ১৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আল শাবাব। গোল ব্যবধানে এগিয়ে আল নাসর। ২২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আল ফাতেহ।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status