বিনোদন
‘আমরা পণ করেছি ধৈর্য ধরার’
স্টাফ রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
বহুল আলোচিত ‘হলি আর্টিজান’-এর ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে ‘ফারাজ’ সিনেমা। এটি আজ ভারতে মুক্তি পাচ্ছে। কিন্তু একই ঘটনা নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ বলিউডের এ ছবির আগে মুক্তি দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটি আর হচ্ছে না। কারণ ছবি সেন্সরের কাগজ এখনো হাতে পাননি ফারুকী। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো কাগজ সেন্সর বোর্ডে আসেনি। এদিকে, ‘শনিবার বিকেল’ সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করলেও এখনো দেশের দর্শক দেখতে পারেননি। কারণ দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি। সম্প্রতি আপিল বোর্ডের শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির কথা শোনা গিয়েছিল। এদিকে বিয়ষটি নিয়ে ফারুকী বলেন, ৩ তারিখ শনিবার বিকেল মুক্তি দেয়া গেল না। কারণ আমরা এখনো সার্টিফিকেট হাতে পাইনি। এই অত্যন্ত খারাপ কাজটার প্রতিক্রিয়ায় আমরা অধৈর্য হতে পারতাম। কিন্তু আমরা পণ করেছি ধৈর্য ধরার। কারণ আমরা জানি আমাদের লক্ষ্য কি। আমাদেরকে দেরি করিয়ে দেয়া হয়তো যাবে, আহত করা হয়তো যাবে, কিন্তু ভেঙে ফেলা যাবে না। কারণ আমরা উঠে এসেছি এই জাতির দগদগে বাস্তব আর লাল-নীল স্বপ্নের অনেক গভীর থেকে। তিনের জায়গায় না হয় দশ হবে, কিন্তু বাংলার দামাল ছেলেদের দাবায়ে রাখতে পারবা না! আরেকটা কথা বলা দরকার, যে বা যারা আপিল কমিটি রায় দেয়ার পরও বেআইনিভাবে ছবিটা এখনো আটকে রেখেছে তাদেরকে জবাব দিতে হবে, কোন কারণে আমাদের মুক্তিতে বিলম্ব ঘটানো হচ্ছে?