খেলা
আজম খানকে ‘বডি শেমিং’ করে বিপাকে নাসিম শাহ
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৪:১৮ অপরাহ্ন

বয়সের পার্থক্য মাত্র ৫ বছরের। একই দেশের ক্রিকেটার হওয়ায় বন্ধুসুলভ সম্পর্ক দু’জনের। বন্ধুত্বের খাতিরে দুষ্টুমির ছলে আজম খানের হাঁটা নকল করেন নাসিম শাহ। তবে স্থুলকায় এই ব্যাটারকে নিয়ে পাকিস্তানি পেসারের হাস্যরস ভালোভাবে নেয়নি নেটিজেনরা। নাসিমের বিরুদ্ধে বডি শেমিংয়ের অভিযোগ এনেছেন অনেকে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল খুলনা টাইগার্সে খেলছেন পাকিস্তানের আজম খান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে রয়েছেন আরেক পাকিস্তানি নাসিম শাহ। গত ৩১শে জানুয়ারি বিপিএলের ৩২তম ম্যাচে মুখোমুখি হয় খুলনা-কুমিল্লা। সে ম্যাচে খুলনার ইনিংসের সময় বন্ধু আজমের সঙ্গে দুষ্টুমিতে মজেন নাসিম। খেলার এক সময় মজার ছলে আজমকে ধাক্কা দেন এই পেসার। তখন নাসিমকে হাত দিয়ে সরিয়ে দেন আজম।
তোমার আচরণে সে অস্বস্তিতে ভুগছিল।’ সাঈদ আফজাল হোসেন নামের এক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘(আজমের ধাক্কার অর্থ হলো) দূর হয়ে যা নাসিম! বডি শেমিং অগ্রহণযোগ্য বিষয়।’ একজন লিখেন, ‘নাসিম শাহ নিচু স্তরের আচরণ দেখালেন। বডি শেমিং হাসির বিষয় হতে পারে না।’ ভারতের একজন লিখেছেন, ‘এটাকে বডি শেমিং বলা হয়।’
কেউ কেউ নাসিম শাহ’র পক্ষও নিয়েছেন। আনুম ফারুক রশিদ নামের একজন লিখেছেন, ‘আশা করি, এটা খেলা এবং হাস্যরসের অংশ। আর আজম খান এতে বিরক্ত হননি।’