বিশ্বজমিন
পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ১০১
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪২ অপরাহ্ন

পাকিস্তানের পেশোয়ার পুলিশ লাইন মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১। পুলিশ জানিয়েছে, বুধবারের ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করেছে তারা। ৩০ শে জানুয়ারি পেশোয়ারের রেডজোনে অবস্থিত ওই মসজিদে জোহরের নামাজ আদায় করতে উপস্থিত হন ৩০০ থেকে ৪০০ মুসল্লি। তার বেশির ভাগই পুলিশ কর্মকর্তা। এ সময় সেখানে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় সে। এতে মসজিদটির ছাদের একাংশ ও ভিতরে মারাত্মক ক্ষতি হয়। ধসে পড়ে ছাদ। মারা যান বিপুল পরিমাণ মুসল্লি। পরে এই হামলার দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান। পরে তারা এ ঘটনা থেকে নিজেদের দূরত্ব বজায় রাখে।
বিজ্ঞাপন