ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

দুজনের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে সাত্তার

জাবেদ রহিম বিজন, সরাইল থেকে

(১ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন

mzamin

সিএনজি চালিত অটোরিকশায় করে কেন্দ্রে আসেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়া। সিএনজি ছেড়ে তার ভাতিজা স্থানীয় মুকসুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন এবং অন্য আরেকজনের কাঁধে ভর করে ভোট কেন্দ্রের ভেতরে আসেন।

সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ৮ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের তিন নম্বর বুথে ভোট দেন তিনি। তাঁর ভোট নম্বর ৯০২। ভোটের পর উকিল আবদুস সাত্তার ভূইয়া জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, ভোট দিতে পেরে ভালো লাগছে। জয়ী হলে অসমাপ্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করবো। কলার ছড়ি প্রতীকে নির্বাচন করছেন তিনি। 

ভোট দেয়ার সময় আবদুস সাত্তার ভূইয়ার পুত্র নাজমুল হাসান তুষার,  সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক রিফাত জিয়া, আওয়ামী লীগ নেতা কুতুবুল আলম তাঁর সঙ্গে ছিলেন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৪১৫৭ জন। পরে তিনি পার্শ্ববর্তী অরুয়াইল হয়ে সরাইল চলে যান। 

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী উকিল আবদুস সাত্তার গত ডিসেম্বরে সংসদ এবং দল থেকে পদত্যাগ করে এই উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার তার নির্বাচন খোলাখুলিভাবে করছে আওয়ামী লীগ।

বিজ্ঞাপন
কেন্দ্র, জেলা, উপজেলা এবং ইউনিয়নের নেতারা হুমড়ি খেয়ে তার নির্বাচন করছেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status