বিনোদন
অবশেষে প্রকাশ্যে প্রিয়াংকার মেয়ে
বিনোদন ডেস্ক
(১ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৭ অপরাহ্ন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া মা হয়েছেন ২০২২ সালের জানুয়ারি মাসে। তবে মা হওয়ার পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সারোগেসির মাধ্যমে মা হন তিনি। আর তাই বলেছিলেন মেয়ে মালতীর মুখ কাউকে দেখাবেন না। মালতীর জন্মের পর থেকে যখনই ছবি দিয়েছেন প্রিয়াংকা, তখনই ঢেকে রেখেছিলেন মেয়ের মুখ। পাপারাৎজিদের হাজার চেষ্টাতেও মালতীর মুখ সামনে আসেনি। প্রিয়াংকা জানিয়েছিলেন, ক্যামেরা থেকে দূরে রাখবেন মেয়েকে। একটু বড় হলে তবেই প্রকাশ্যে আনবেন মেয়েকে। সম্প্রতি গোটা দুনিয়া দেখল প্রিয়াংকা ও নিক জোনাসের একমাত্র কন্যার মুখ। মিষ্টি ফুটফুটে মালতীর হাসিমুখওয়ালা ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিজ্ঞাপন