বিশ্বজমিন
বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী বোর্ডের সভায় ওই ঋণ অনুমোদন করা হয়। বাংলাদেশে চলমান ফরেন কারেন্সির সংকট কাটাতে এই ঋণের আবেদন করা হয়েছিল। আইএমএফ জানিয়েছে, আগামী ৪২ মাস ধরে মোট সাত কিস্তিতে বাংলাদেশকে এই ঋণ দেয়া হবে। ঋণের বিষয়টি নিশ্চিত করে নিজেদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে আইএমএফ।
এতে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশকে দেয়া এই ঋণের গড় সুদ হবে ২.২ শতাংশ। বর্ধিত ঋণ সহায়তা বা বর্ধিত তহবিল সহায়তা থেকে পাওয়া যাবে ৩৩০ কোটি মার্কিন ডলার এবং রেজিলিয়্যান্স অ্যান্ড সানসেইনিবিলিটি ফ্যাসিলিটির আওতায় ১৪০ কোটি ডলার পাওয়া যাবে। তবে তাৎক্ষনিকভাবে ৪৭৬ মিলিয়ন ডলার ছাড়ের প্রস্তাব অনুমোদন করেছে আইএমএফ বোর্ড।
বিজ্ঞপ্তির শুরুতে তিনটি পয়েন্টে এই ঋণের বিস্তারিত তুলে ধরেছে আইএমএফ। সংস্থাটি বলেছে, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা, সামাজিক ও উন্নয়নমূলক ব্যয়ে সক্ষমতা তৈরিতে প্রয়োজনীয় সংস্কার করা, আর্থিক খাত শক্তিশালী করা, নীতি কাঠামো আধুনিক করে তোলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার কাজে এই ঋণ সাহায্য করবে।
এদিকে ঋণ অনুমোদনের পরপর সোমবার রাতে আইএমএফকে ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে তিনি বলেন, আমরা অবশ্যই আইএমএফের প্রতি এই ঋণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়নেট মনসিও সায়েহ এবং মিশনপ্রধান রাহুল আনন্দসহ যে দলটি এই ঋণের বিষয়ে বাংলাদেশ সফর করেছিলেন, তাদের প্রতি জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।