ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

কুমিল্লায় আসছেন নারিন রাসেল, রংপুরে মুজিব

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

এবারের বিপিএল-এ বিদেশি ক্রিকেটার নিয়ে শুরু থেকেই বেশ বিপাকে ফ্রাঞ্চাইজিগুলো। চারদিকে ফ্র্যাঞ্চাইজি লীগ থাকায় শুরুর দিকে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে না, এমন শঙ্কায় ছিল দলগুলো। এ শঙ্কা যখন বড় হয়ে দেখা দিয়েছিল, তখন পাকিস্তানি ক্রিকেটাররা এসে সেই চাহিদা মিটিয়েছেন। পাকিস্তানি ক্রিকেটারদেরও ধরে রাখতে পারছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ, পিএসএল শুরু হয়ে যাবে ১৩ই ফেব্রুয়ারি। যে কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ৪ঠা ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে তাদের ক্রিকেট বোর্ড পিসিবি। সে নির্দেশের আলোকে বিপিএল’র সিলেট পর্ব শেষেই বেশকিছু পাকিস্তানি ক্রিকেটার দেশে ফিরে যাবেন। এ ঘাটতি পোষাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চুক্তি করে ফেলেছেন ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সুনিল নারিনের সঙ্গে। টিমসূত্রে জানা গেছে, ক্যারিবীয় এ দুই ক্রিকেটার ঢাকা পর্বে দলের সঙ্গে যোগ দেবেন। ইংলিশ ক্রিকেটার মঈন আলীর সঙ্গেও যোগাযোগ করছে কুমিল্লা।

বিজ্ঞাপন
সব ঠিক থাকলে তাকেও দেখা যেতে পারে বিপিএল’র শেষ পর্বে। এছাড়া চুক্তি রয়েছে ডেভিড মালানের সঙ্গে। শুরুতে দু’টি ম্যাচ খেলেছেনও তিনি। সুযোগ পেলে তিনিও আসতে পারেন শেষদিকে। ফরচুন বরিশালে  আসছেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও পাকিস্তানের উসমান কাদির। ক্যারিবীয় ক্রিকেটার ডোয়াইন ব্রাভোরও বরিশালে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় দান মেরেছে রংপুর রাইডার্স। তারা দলে নিয়েছে আফগান সুপারস্টার মুজিবুর রহমানকে।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status