দেশ বিদেশ
শেখ হাসিনাকে কাঠগড়ার মুখোমুখি হতে হবে: বুলু
স্টাফ রিপোর্টার
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারবিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনের ভোট রাতে করেন, বিনা ভোটে রাষ্ট্রক্ষমতায় আছেন। সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে প্রধানমন্ত্রী জনসভায় অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। ইতিমধ্যে চারটি জনসভায় ভোট চেয়েছেন, এটা অন্যায়। আগামী দিনে আপনাকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর অফিস ব্যবহার করে ভোট চাওয়ার জন্য বিচারের কাঠগড়ার মুখোমুখি হতে হবে, জেলে যেতে হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বরকত উল্লাহ বুলু। ‘নাগরিক মঞ্চ’ নামে একটি সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন হবে না। নির্বাচন হতে দেয়া হবে না। শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা, নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্যদিয়ে তাদের অধীনে নির্বাচন হবে। বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করলে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
পাঠকের মতামত
জনাব কাজী সময়োপযোগী কাজকর্ম উন্নতি বা অবনতি এটা একটা চলমান প্রক্রিয়া । উন্নয়ন নিয়ে বাহাবা নেয়া-বা দেয়ার কোন প্রয়োজন নেই ভোটের সময় জনগনই মূল্যায়ন করবে । আপনার বা আমার অধিকার কতটুকু সংরক্ষণ আছে সেটার মূল্যায়ন করেন এতে করে দেশ ও জনগন ভাল থাকবে জনগনের মৌলিক অধিকার সমুন্নত থাকবে । মানুষের নৈতিক অবক্ষয় ঘটবে না । আপনি অবশ্যই জানেন সমাজে অন্ত্রে অন্ত্রে আজ অনৈতিক কার্যকলাপে মানুষ জড়িয়ে যাচ্ছে । আমি বা আপনি সংসারে কর্ণধার হয়ে থাকলে আমি বা আপনি যদি অনৈতিক হই তা’হলে আমার বা আপনার অধিনস্থরা কি হবে এভাবেই বিচার বিশ্লেষন করেন । আমরা পার্টি করব ওকে কিন্তু অন্ধভাবে কেন করব আর কেনইবা সব অপকর্মের সমর্থন দিবো । দেশ ও দেশের জনগন এবং পরবর্তী প্রজম্মকে কি শিক্ষা দিয়ে যাচ্চি একটু ভেবে দেখুন । তাই আসুন আমরা সবাই ভাল হয়ে যাই ।
পূর্ববর্তী কোন সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেন নি । সেই নিয়ম ভঙ্গ করে তিনি যে ব্যাপক উন্নয়ন কাজ করেছেন তাতে পরবর্তী সরকার গুলি প্রশ্নের সম্মুখীন অবশ্যই হবে । তাই আগের নিয়ম ভঙ্গ করার জন্য কাঠগড়ায় দাড়াতে হবে । তাই না ?