ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

রকমারি

গণিতের শিক্ষক চেয়ে অভিনব বিজ্ঞাপন

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৩, বুধবার, ৮:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন

mzamin

চাকরির বিজ্ঞাপনে কী থাকে? দক্ষ কর্মী খুঁজে পেতে প্রতিষ্ঠান নানান অভিজ্ঞতা চেয়ে বসে। জুড়ে দেয়া হয় শর্ত। শিক্ষাগত যোগ্যতার বিষয় তো থাকেই। এর বাইরেও প্রার্থীকে যেতে হয় অনেক রকম পরীক্ষার মধ্যে দিয়ে। চলে যাচাই- বাছাইও। আরও কত কী!
কিন্তু সেই চাকরির বিজ্ঞাপনই যদি হয়  পরীক্ষার প্রশ্নপত্রের মতো তাহলে তো সেটা একটু আলাদা নজর কাড়েই।  সম্প্রতি এমনই একটি বিজ্ঞাপন দেয়া হয়েছে। যে বিজ্ঞাপনটির ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। 
নেয়া হবে গণিতের শিক্ষক। বিজ্ঞাপনে ফোন নম্বরের জায়গায়  একটি সমীকরণ জুড়ে দেয়া হয়েছে। অর্থাৎ আবেদন করতে হলে সেই সমীকরণের উত্তর মিলিয়ে ফোন নম্বর বের করতে হবে।

বিজ্ঞাপন
তবেই কল বা যোগাযোগ করতে পারবে প্রার্থী। 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনটি এমনই বিস্ময় তৈরি করেছে যা সামাজিক যোগোযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। 
আর এই বিষয়টি নজর এড়ায়নি ধনকুবের হর্ষ গোয়েঙ্কার। চার লাইনের ছোট্ট বিজ্ঞাপনটি নিজের টুইটারে পোস্ট করেন তিনি। একটি হাসির ইমোজি সহ  লিখেছেন, ‘বিজ্ঞাপনটা দেখলাম(স’ দিস অ্যাড)’! শনিবার সন্ধ্যায় করা এই টুইটি  প্রায় ২২ লাখ ব্যবহারকারী দেখেছেন। 
ভারতের গুজরাট রাজ্যের ভক্তাশ্রম স্কুলের  গণিতের শিক্ষক নেয়ার এই কৌশলে অভিভূত  ইন্টারনেট ব্যবহারকারীগণ। অনেকেই সমীকরণটি সমাধানও করে ফেলেছেন।  পোস্টটির নিচে  একজন লিখেছেন, ‘সমীকরণের উত্তর হলো ৯৪২৮১৬৩৮১১। কল করার জন্য দেয়া ১০ সংখ্যার ফোন নম্বর। 
আরেকজন লিখেছেন, ‘মনে হচ্ছে, ভুল স্কুলেই আমার কল দেয়ার সম্ভাবনা বেশি ছিল।’

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status