ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

যে কারণে দেশে ফিরিয়ে আনা হচ্ছে দিলারাকে

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৩, বুধবার
mzamin

অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন দিলারা আক্তার। নারীদের যুব বিশ্বকাপে দারুণ খেলেছিলেন তিনি। স্বীকৃতি হিসেবে জাতীয় দলের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়েছিল। ১০ই ফেব্রুয়ারি থেকে সেই টুর্নামেন্টও শুরু হবে একই দেশে। তাই তার থেকে যাওয়ার কথাই ছিল। কিন্তু তার সে স্বপ্ন আর পূরণ হচ্ছে না। ফিরে আসতে হচ্ছে দেশে। কেন স্বপ্ন ভাঙছে দিলার, কেনই বা দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে তাকে? বোর্ডের একটি সূত্র জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দিলারার বিপক্ষে। এজন্য দক্ষিণ আফ্রিকা থেকে চিঠি এসেছে বিসিবিতে। সেই চিঠিতে ঠিক কী লেখা আছে সেটা জানা যায়নি।

বিজ্ঞাপন
তবে দিলারাকে যে বিশ্বকাপে রাখা হচ্ছে না সেটি কাল বিবৃতিতে জানিয়ে দিয়েছে বিসিবি। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালের সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এই দলের সদস্য দিলারাকে নিয়ে কোনো আলোচনা চায় না বোর্ড। সেজন্য আগামী ২৫শে জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে তাকে দেশে ফেরানো হচ্ছে না। টুর্নামেন্ট শেষে মূল বিশ্বকাপে সুযোগ পাওয়া দিশা বিশ্বাস, মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার ছাড়া বাকিদের সঙ্গে দেশে ফিরতে হবে দিলারাকেও। তাতে মূল বিশ্বকাপের স্বপ্ন পূরণের আগেই স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়তে হচ্ছে দিলারাকে। যদিও ১৮ বছর বয়সী এই ক্রিকেটার এরই মধ্যে জাতীয় দলের জার্সি পরেছেন। খেলেছেন দু’টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দারুণ ছন্দে আছেন দিলারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০, শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৩৬ রানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন দু’টি ১৭ রানের ইনিংস। তবুও আনুষ্ঠানিক বিবৃতিতে দিলারা আক্তারের দল থেকে ছিটকে পড়া নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পাওয়াতেই তাকে সিনিয়রদের বিশ্বকাপ দলে রাখা হচ্ছে না। ডান অ্যাঙ্কলে চোট পাওয়াই তার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কারণ।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status